×

জাতীয়

কোরবানি উপলক্ষে টিসিবির পণ্য বিক্রি শুরু সোমবার

Icon

কাগজ অনলাইন প্রতিবেদক

প্রকাশ: ১২ আগস্ট ২০১৮, ১০:২১ পিএম

কোরবানি উপলক্ষে টিসিবির পণ্য বিক্রি শুরু সোমবার

টিসিবির ট্রাক

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সোমবার থেকে স্বল্পমূল্যে পণ্য বিক্রি শুরু করবে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। রাজধানীসহ সারা দেশে ভ্রাম্যমাণ ট্রাকে বিক্রি হবে ভোজ্য তেল, চিনি, মশুর ডাল ও ছোলা। শুক্রবার ছাড়া সপ্তাহের ৬দিন নির্ধারিত মূল্যে এসব পণ্য বিক্রি করবে সংস্থাটি। রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে টিসিবি। বিজ্ঞপ্তিতে বলা হয়, এবার একজন ভোক্তাকে ৫২ টাকা কেজি দরে সর্বোচ্চ ৪ কেজি চিনি, ৫০ টাকা দরে সর্বোচ্চ ৪ কেজি মসুর ডাল (মাঝারি সাইজ), প্রতি লিটার ৮৫ টাকা দরে সর্বোচ্চ ৫ লিটার সয়াবিন তেল, প্রতি কেজি ৪০ টাকা চাহিদা অনুযায়ী ছোলা কিনতে পারবেন। সারা দেশে ১৮৭টি ট্রাকসেলে এসব পণ্য বিক্রি হবে। যার মধ্যে ঢাকায় ৩৫টি, চট্টগ্রামে ১০টি, অন্যান্য বিভাগীয় শহরে পাঁচটি ও প্রতিটি জেলায় দুটি করে ট্রাকসেল থাকবে। পাশাপাশি টিসিবির দুই হাজার ৮০৩ ডিলার ও ১০টি বিক্রয়কেন্দ্র থেকে এসব পণ্য কিনতে পারবে ক্রেতারা। রাজধানীর যেসব স্থানে টিসিবির ভ্রাম্যমাণ ট্রাক থাকবে- সচিবালয় গেট, প্রেসক্লাব, কাপ্তান বাজার, ভিক্টোরিয়া পার্ক, দিলকুশা, দৈনিকবাংলা মোড়, মতিঝিল বক চত্বর, ফকিরের পুল বাজার ও আইডিয়াল জোন, বাংলাদেশ ব্যাংক চত্বর, যাত্রাবাড়ী কাঁচা বাজার, শান্তিনগর বাজার, মালিবাগ বাজার, বনশ্রীর আইডিয়াল স্কুলের পাশে, মেরুল বাড্ডা কাঁচা বাজার, খিলগাঁও তালতলা বাজার, শাহজাহানপুর বাজার, বাসাবো বাজার, মাদারটেক কৃষি ব্যাংকের সামনে, খামার বাড়ি, কলমীতলা বাজার, আগারগাঁও তালতলা ও নির্বাচন কমিশন অফিস, শ্যামলী মোড়, মিরপুর-১নং মাজার রোড, মিরপুর-১০ গোল চত্বর, কালশী মোড়, কচুক্ষেতের রজনীগন্ধা সুপার মার্কেটের সামনে, আসাদ গেট, মোহাম্মদপুর টাউনহল, ঝিগাতলা মোড়, সায়েন্সল্যাব মোড়, নিউমার্কেট তথা নীলক্ষেত মোড়, ছাপড়া মসজিদ পলাশী মোড়, আসকোনা হাজী ক্যাম্প এবং রাজলক্ষ্মী কমপ্লেক্স উত্তরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App