×

আন্তর্জাতিক

ইমরান খানের সরকার গঠনে আর কোনো বাধাই থাকছে না

Icon

কাগজ অনলাইন প্রতিবেদক

প্রকাশ: ১২ আগস্ট ২০১৮, ১০:২৬ পিএম

ইমরান খানের সরকার গঠনে আর কোনো বাধাই থাকছে না
পাকিস্তানের সংসদের নারী ও অ-মুসলিমদের জন্য সংরক্ষিত আসনে বাজিমাত করলো ইমরান খানের দল তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। নারীদের আসন থেকে ২৮টি এবং অমুসলিমদের ৫টি আসন পেয়েছেন ইমরান খানের দল। শনিবার, এক বিবৃতিতে দেশটির নির্বাচন কমিশন বিষয়টি নিশ্চিত করেছে। পিটিআই-র দখলে এখন ১৫৮টি আসন। ফলে ইমরান খানের সরকার গঠনের ক্ষেত্রে আর কোনো বাধাই থাকছে না। এই সংখ্যা একক সংখ্যাগরিষ্ঠতা থেকে মাত্র ১৪টি কম। পাকিস্তানে কোনো দল ১৭২টি আসন পেলে একক সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে স্বীকৃতি পায়। ৩৪২ আসনের পার্লামেন্টে নারী প্রার্থীদের জন্য ৬০টি এবং অ-মুসলিম সংখ্যালঘুদের জন্য ১০টি আসন সংরক্ষিত। যার মধ্যে, সাধারণ নির্বাচনে পিটিআই ৩৩টি আসনে জয় পেয়েছে। অন্যদিকে, নওয়াজের দল- পিএমএলএন পেয়েছে ১৮টি (মোট ৮৩)। এবং ভূট্টোর দল পিপিপি-র ভাগ্যে জুটেছে ১১টি আসন (মোট ৫৩টি)। এর ফলে, আগামীকাল পার্লামেন্টের প্রথম অধিবেশনে পাকিস্তানের প্রেসিডেন্টের পিটিআই-কে সরকার গঠনের আহ্বান জানানোর ক্ষেত্রে আর কোনো বাধা থাকছে না। গত ২৫ জুলাইয়ে অনুষ্ঠিত পাকিস্তানের সাধারণ নির্বাচনে ১১৬ আসন পেয়ে এগিয়ে ছিল ইমরান খানের দল। সরকার গঠনের ম্যাজিক ফিগার না পাওয়ায় দলটি জোটে টেনেছে স্বতন্ত্র প্রার্থী ও ছোট দলগুলোকে। ১৮ আগস্ট পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার কথা রয়েছে ইমরান খানের।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App