×

জাতীয়

আ জ ম নাছির উদ্দিন বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা

Icon

কাগজ অনলাইন প্রতিবেদক

প্রকাশ: ১২ আগস্ট ২০১৮, ০৮:১৬ পিএম

’৭১ ও ’৭৫ সালের খুনি-চক্রান্তকারীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে চট্টগ্রাম সিটি মেয়র ও নগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন জাতির আত্মপরিচয়ের ঠিকানা। শ্রমজীবী মেহনতি মানুষের জন্য বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা ছিল বঙ্গবন্ধুর আমৃত্যু লালিত স্বপ্ন। আজ বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার অগ্রযাত্রাকে ষড়যন্ত্রকারীরা বারবার বাধাগ্রস্ত করছে। তাই ’৭১ ও ’৭৫-র চক্রান্তকারীদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। রবিবার জাতীয় শোক দিবস পালন পরিষদ বায়েজিদ ও পাঁচলাইশ থানা শাখা আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। যুবলীগের কেন্দ্রীয় নেতা আবদুল্লাহ আল মামুন চৌধুরীর সভাপতিত্বে নগরীর অক্সিজেন মোড়ে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন নগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক প্যালেন মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনি। মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহসভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন বায়েজিদ থানা আওয়ামী লীগের সভাপতি খলিলুর রহমান, সাহাব উদ্দিন, আবদুল নবী লেদু প্রমুখ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App