×

বিনোদন

বঙ্গবন্ধু হত্যা নিয়ে মঞ্চে ‘শ্রাবণ ট্র্যাজেডি’

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ আগস্ট ২০১৮, ০২:৫৪ পিএম

বঙ্গবন্ধু হত্যা নিয়ে মঞ্চে ‘শ্রাবণ ট্র্যাজেডি’
‘জানো নাকি মানুষ, শ্রাবণ কতখানি শ্রাবণ হলে বত্রিশ নম্বর বাড়িটির সিঁড়ির রক্তচিহ্ন মুছে দেয়া যাবে’ এই সংলাপের মধ্য দিয়ে বত্রিশ নম্বর বাড়িটির যে মানুষটির কথা বলা হলো, সে যে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ১৯৭৫ সালের ১৫ আগস্ট, শ্রাবণের রাতে কিছু বিপথগামী সেনাসদস্য তাকে নৃশংসভাবে হত্যা করে। নিজ পিতাকে হত্যা করার এই লজ্জা বাঙালিকে বয়ে বেড়াতে হবে যুগের পর যুগ। তাই তো শ্রাবণের বৃষ্টি যেন প্রতি বছর বাঙালির জীবনে কান্নার রূপ ধরে আসে। ক্যালেন্ডারের পাতায় থাকা শ্রাবণ মাস যেন শুধুই বেদনার, স্বজন হারানোর কষ্টের, কান্নার। এবার মঞ্চে আসছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তাঁর পরিবার-পরিজনকে সুপরিকল্পিতভাবে নৃশংস হত্যাকান্ড নিয়ে গবেষণালব্ধ মঞ্চনাটক ‘শ্রাবণ ট্র্যাজেডি’। আনন জামানের লেখা নাটকটির পরিকল্পনা ও নির্দেশনা দিয়েছেন আশিক রহমান লিয়ন। মহাকাল নাট্য সম্প্রদায় এই প্রযোজনাটি আগামী ১৩ আগস্ট সন্ধ্যা সাড়ে ৭টায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় উদ্বোধনী প্রদর্শনী হবে। নির্দেশক জানান, দীর্ঘ ১০ মাস ধরে এ পান্ডুলিপি পর্যালোচনা ও পাঠচক্র এবং দেড় মাস ধরে একটানা মহড়া করে উদ্বোধনী মঞ্চায়ন প্রস্তুতির জন্য প্রায় ৪০ জন নাট্যকর্মী নিয়মিত অভিনয় ও নেপথ্যে কাজ করছেন। ইতোমধ্যে কারিগরি ও সংবাদকর্মীদের জন্য বিশেষ প্রদর্শনী হয়েছে। মহাকাল নাট্য সম্প্রদায়ের অধিকর্তা মীর জাহিদ হাসান বলেন, ১৩-১৫ আগস্ট টানা তিন সন্ধ্যায় নাটকটি মঞ্চায়িত হবে। এরপর বিভিন্ন জেলা শহরে নাটকটির প্রদর্শনী করার পরিকল্পনা রয়েছে। ‘শ্রাবণ ট্র্যাজেডি’ প্রসঙ্গে মীর জাহিদ বলেন, পরিকল্পিতভাবে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে। পাকিস্তানের কারাগার থেকে বঙ্গবন্ধু যখন লন্ডনে যান তখন থেকে হত্যাকান্ডের প্রক্রিয়া শুরু। বঙ্গবন্ধু যখন ভারতে যান তখনো বঙ্গবন্ধুকে হত্যার চেষ্টা করা হয়েছে। সর্বশেষ ১৯৭৫ সালে এসে কুচক্রী মহলটি সফল হয়। একটি ভূখন্ডে জাতির পিতা হয়ে ওঠার যে দীর্ঘ জার্নি অর্থাৎ ভাষা সংগ্রাম থেকে স্বাধীনতা যুদ্ধ, তিনি মানুষের নেতা কীভাবে হয়ে উঠলেন, কীভাবে জাতির পিতা হয়ে উঠলেন তাও নাটকে তুলে আনার চেষ্টা করা হয়েছে। নাটকের নির্দেশক আশিক রহমান লিয়ন বলেন, নাট্যকার আনন জামান রচিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তাঁর পরিবারের নারকীয় হত্যাকান্ডের এবং ওই সময়ের রাজনীতি ও ষড়যন্ত্রের একটি ইতিহাস পাঠ হলো ‘শ্রাবণ ট্র্যাজেডি’। আমি নির্দেশক হিসেবে এই নাট্য প্রয়াসকে শুধু ইতিহাসের পাঠ হিসেবে না দেখে, তৎকালীন ঘটনার গভীরে ঢুকে নাটকে উপস্থাপিত ইতিহাসের ব্যাখ্যা বিশ্লেষণ করে বর্তমান প্রজন্মের কাছে উপস্থাপন করার চেষ্টা করেছি। নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন কবির আহামেদ, ফারুক আহমেদ সেন্টু, মো. শাহনেওয়াজ, মনিরুল আলম কাজল, পলি বিশ্বাস, সামিউল জীবন, রাজিব হোসেন, শিবলী সরকার, শাহরিয়ার হোসেন পলিন, তারেকেশ্বর তারোক, আহাদুজ্জামান কলিন্স, সুমাইয়া তাইয়ুম নিশা, আরাফাত আশরাফ, স্বপ্নিল, আজহার, পিয়াসী জাহান, কাজী তারিফ, তাজুল রনি, রেদোয়ান, সিয়াম রাব্বি, জুনায়েদ, নূর আকতার মায়া, রাফি, রিফাত হোসেন জুয়েল, ইকবাল চৌধুরী, মীর নাহিদ আহসান ও মীর জাহিদ হাসান। নাটকটির নেপথ্য শিল্পীরা হলেন মঞ্চ-আলো-পোশাক ও আবহসঙ্গীত পরিকল্পনায় আশিক রহমান লিয়ন। কোরিওগ্রাফিতে আমিনুল আশরাফ। অ্যানিমেশন সৈকত নাসির। আবহসঙ্গীত সম্পাদনায় কাজী মোহাইমিনুল হক। পোস্টার ডিজাইন দেবেন্দু উদাস, রূপসজ্জা শিল্পী শুভাশীষ দত্ত তন্ময়। সেট ও প্রপস ব্যবস্থাপক রাজিব হোসেন। মঞ্চ অধিকর্তা কবির আহামেদ। নাটকটি নির্মাণে পৃষ্ঠপোষকতা করছে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App