×

বিনোদন

প্রাচ্যনাটের ‘রাজা এবং অন্যান্য

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ আগস্ট ২০১৮, ০৩:০৩ পিএম

প্রাচ্যনাটের ‘রাজা এবং অন্যান্য
রবীন্দ্রনাটকের প্রচলিত ধারাকে ভেঙে ২০০৮ সালে প্রাচ্যনাট মঞ্চে আনে নাটক ‘রাজা এবং অন্যান্য’। মাঝে তিন বছর বিরতি কাটিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুবার্ষিকী উপলক্ষে গত ৯ ও ১০ আগস্ট জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার মিলনায়তনে নাটকটির পর পর দুটি প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এই নাটকের ডিজাইন, সংলাপ প্রক্ষেপণ, কোরিওগ্রাফি দেখার পর মনে হলো, যারা রবীন্দ্রনাটক বলতে নির্দিষ্ট কিছু ফরম্যাটকে বোঝেন তারা হয়তো কিছুটা ধাক্কা খাবেন। যাদের কাছে ‘রবীন্দ্রনাথ মানেই ধরা যাবে না, ছোঁয়া যাবে না, কেবল পূজা করতে হবে’ এমন কেউ কেউ রবীন্দ্রনাথকে বিকৃত করার অভিযোগও তুলতে পারেন। তবে যারা রবীন্দ্রনাথের আধুনিক চিন্তাকে ধারণ করেন তারা বলতে বাধ্য হবেন রবীন্দ্রনাটক নিয়ে বাংলাদেশের মঞ্চে সবচেয়ে ভালো নিরীক্ষার নাম ‘রাজা এবং অন্যান্য’। এই নাটকের মাধ্যমে বাংলাদেশের মঞ্চে রবীন্দ্রনাটকের প্রচলিত ধারাকে ভেঙে দিয়ে নতুন পথ তৈরি করে দিলেন নির্দেশক আজাদ আবুল কালাম। এই পথ পরবর্তী প্রজন্মের জন্য যেমন নব-নিরীক্ষায় সাহস জোগাবে, আবার কিছুটা ঝুঁকিরও। এই পথে চলতে গেলে যে নিজেকে সেই যোগ্যতায় নিয়ে যেতে হবে। অন্যথায় আনাড়ি হাতে নিরীক্ষার নামে ভয়ঙ্কর বিপদও ডেকে আনতে পারে। তবে এটুকু বলা যায়, পরবর্তী প্রজন্ম যখন রবীন্দ্রনাটক নিয়ে নিরীক্ষা করার সাহস দেখাতে চাইবে তখন তাদের সামনে সাহসের আলোকবর্তিকা হয়ে দাঁড়িয়ে থাকবে আজাদ আবুল কালাম নির্দেশিত নাটক ‘রাজা এবং অন্যান্য’। যিনি পথ তৈরি করেন তাকে যে কিছুটা ঝুঁকি নিতেই হয়। আজাদ আবুল কালাম যেন সেই ঝুঁকিই নিলেন। প্রাচ্যনাট ২০০৮ সালে ‘রাজা এবং অন্যান্য’ যখন মঞ্চে আনে সেই সময়ের বিশ্ব রাজনীতিকে রবীন্দ্রনাথের রাজার সঙ্গে মিশিয়ে দিয়ে অপূর্ব এক নাট্য নিরীক্ষা করলেন আজাদ আবুল কালাম। রাজার সঙ্গে রাজার লড়াই। ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের ফাঁসি, মার্কিন পররাষ্ট্রনীতি। বিশ্বজুড়ে যে রাজাদের আধিপত্যবাদ, যুদ্ধ যুদ্ধ খেলা। তার বিপরীতে গিয়ে মনের অন্দরে যে রাজা বসবাস করেন তাকেই যেন অন্বেষণ প্রাচ্যনাটের ‘রাজা এবং অন্যান্য’ নাটকে। রবীন্দ্রনাথের ভাষায় ‘আমরা সবাই রাজা আমাদেরই রাজার রাজত্বে।’ এই নাটকে প্রযুক্তির ব্যবহার আছে, কিন্তু রক্ত-মাংসের শিল্পীদের অভিনয়ই এই নাটকের প্রাণ। রবীন্দ্রসঙ্গীতের অপূর্ব ফিউশনের সঙ্গে নান্দনিক কোরিওগ্রাফি এক মুহূর্তের জন্যও দর্শককে অন্যমনস্ক হতে দেয় না। সব মিলিয়ে একটি ভালো নাট্যপ্রযোজনার নাম ‘রাজা এবং অন্যান্য’। এই নাটকটি মাঝে তিন বছর কেন নিয়মিত প্রদর্শনী হয়নি? জানতে চাইলে প্রাচ্যনাটের প্রযোজনা সম্পাদক সাইফুল জার্নাল বলেন, “এই নাটকে প্রায় ৪০ জন শিল্পী কাজ করেন। ব্যয়বহুল প্রযোজনা, অনেক কারিগরি আয়োজনের ব্যাপার আছে। এ ছাড়া প্রাচ্যনাট মাঝে নতুন নাটক মঞ্চে এনেছে। সব মিলিয়ে মাঝে নিয়মিত মঞ্চায়ন হয়নি। তবে ‘রাজা এবং অন্যান্য’ নাটকটি দর্শকের কাছে দারুণ সাড়া জাগিয়েছে। যার জন্য এখন থেকে আবার নিয়মিত প্রদর্শনী হবে।” ‘রাজা এবং অন্যান্য’ নাটকে অভিনয় করছেন আজাদ আবুল কালাম, রাহুল আনন্দ, রিজভী, তৌহিদুল ইসলাম, শতাব্দী ওয়াদুদ, শাহেদ আলী, তপন মজুমদার, সানজিদা প্রীতি, বাকার বকুল, সাইফুল ইসলাম জার্নাল, কলি, রফিক, স্বর্ণা, জেম, জয়িতা, সোহেল, শাহরিয়ার, ফুয়াদ, রানা, নাঈমি প্রমুখ। হ ছবি : রাজিব হালদার

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App