×

বিনোদন

পূর্ণিমা প্রস্তুত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ আগস্ট ২০১৮, ০৩:০৫ পিএম

পূর্ণিমা প্রস্তুত
জাকির হোসেন রাজু পরিচালিত ‘এ জীবন তোমার আমার’ চলচ্চিত্রের মাধ্যমে ১৯৯৮ সালে ঢাকাই চলচ্চিত্রে অভিষেক হয় পূর্ণিমার। এর আগে ‘শত্রু ঘায়েল’ নামের একটি চলচ্চিত্রে শিশুশিল্পী হিসেবে কাজ করলেও ‘এ জীবন তোমার আমার’ চলচ্চিত্রের মাধ্যমেই চিত্রনায়িকা হিসেবে ক্যারিয়ার শুরু তার। এরপর বিজ্ঞাপন, টিভি নাটক ও চলচ্চিত্রে দাপটের সঙ্গে কাজ করেছেন এক যুগেরও বেশি সময়। এরপর টেলিভিশন নাটকে অভিনয় করলেও চলচ্চিত্রের অন্তরালে চলে যান এই নায়িকা। এই বিষয়ে জানতে চাইলে পূর্ণিমা বলেন, ব্যক্তিজীবনের ব্যস্ততা ছিল, তাছাড়া ভালো মানের সিনেমায় অভিনয় করতে চেয়েছি সব সময়। সব কিছু মিলিয়েই দীর্ঘদিন সিনেমায় অভিনয় করা হয়নি। প্রায় পাঁচ বছর পর সিনেমার অভিনয়ে ফিরছেন পূর্ণিমা। সম্প্রতি একই নির্মাতার দুটি সিনেমার ব্যাপারে আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হয়েছেন। এ ছাড়া আরো বেশ কয়েকটি সিনেমায় কাজের ব্যাপারে কথা হচ্ছে বলে জানান এই নায়িকা। পূর্ণিমা বলেন, অনেক সিনেমায় অভিনয় করার জন্য অফার পেয়েছি। কিন্তু কোনো কিছু চ‚ড়ান্ত না হলে কিছু বলতে চাই না। যখন চ‚ড়ান্ত হবে, তখন সবাইকে জানাবো। নঈম ইমতিয়াজ নেয়ামুলের পরিচালনায় ‘জ্যাম’ ও ‘গাঙচিল’ নামের দুটি সিনেমায় কাজ শুরু করতে যাচ্ছেন এই নায়িকা। দুটি সিনেমাতেই পূর্ণিমার সহশিল্পী হিসেবে আছেন চিত্রনায়ক ফেরদৌস। আগামী অক্টোবর থেকে ‘জ্যাম’ সিনেমার শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। ‘জ্যাম’ প্রসঙ্গে পূর্ণিমা বলেন, মাঝে অনেকদিন সিনেমায় অভিনয় করা হয়নি। আমি চেয়েছিলাম, ভালো একটা গল্পের সিনেমা দিয়ে ফিরতে। তার জন্য অপেক্ষা করছিলাম। পরিচালক নঈম ইমতিয়াজ নেয়ামুল ভাই যখন এই সিনেমার গল্পটা শোনালেন, আমার ভীষণ পছন্দ হয়েছে। আশা করি ভালো একটি কাজ হবে। অন্যদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের লেখা ‘গাঙচিল’ উপন্যাস অবলম্বনে নির্মিত হচ্ছে ‘গাঙচিল’। গত ৬ আগস্ট এই সিনেমাটিতে আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হলেন এই নায়িকা। ‘গাঙচিল’ প্রসঙ্গে পূর্ণিমা বলেন, নোয়াখালীর একটি চর ও সেখানকার মানুষের জীবনের নানা গল্প নিয়ে এই সিনেমার গল্প। ‘গাঙচিল’ উপন্যাসটি যারা পড়েছেন, তারা নিশ্চয়ই এ সম্পর্কে জানেন। এই সিনেমার দৃশ্যধারণ হবে ডিসেম্বরে। সব মিলিয়ে এখন সিনেমার জন্যই নিজেকে প্রস্তুত করছি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App