×

জাতীয়

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ৫ শতাধিক পণ্যবাহী ট্রাক পারাপারের অপেক্ষায়

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ আগস্ট ২০১৮, ১১:২১ এএম

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ৫ শতাধিক পণ্যবাহী ট্রাক পারাপারের অপেক্ষায়
নদীতে প্রচণ্ড স্রোত ও ফেরি সংকটের ভোগান্তি বাড়ছে মানিকগঞ্জের পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে। যাত্রী ভোগান্তির বিষয়টি বিবেচনা করে যাত্রীবাহী বাস ও ব্যক্তিগত ছোট গাড়িগুলো অগ্রাধিকার ভিত্তিতে নৌরুট পারাপার করায় বিপাকে পড়েছেন পণ্যবাহী ট্রাকচালক ও শ্রমিকেরা। শনিবার (১১ আগস্ট) সকাল পৌনে ১০টা পর্যন্ত মানিকগঞ্জের পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুট পারাপারের অপেক্ষায় ৫ শতাধিক পণ্যবাহী ট্রাক অপেক্ষামান রয়েছে। বিষয়টি জানিয়েছেন উভয় ফেরিঘাট সংশ্লিষ্ট কর্মকর্তারা। রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাট শাখা বাণিজ্য বিভাগের সহকারী ব্যবস্থাপক রুহুল আমিন জানান, পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে যাত্রী ও যানবাহন পারাপারে ছোট বড় মিলে ১৭টি ফেরি রয়েছে। এর মধ্যে দু'টি ফেরি বিকল হয়ে মেরামত কারখানায় রয়েছে। বাকী ফেরিগুলো দিয়ে যানবাহন ও যাত্রী পারাপার চলমান রয়েছে। মানিকগঞ্জের পাটুরিয়া নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, দক্ষিণাঞ্চলমুখী যাত্রীবাহী বাস, ব্যক্তিগত ছোট গাড়ি ও জরুরি পণ্যবাহী ট্রাক পারাপার স্বাভাবিক রয়েছে। এসব যানবাহনগুলো অগ্রাধিকার ভিত্তিতে নৌরুট পারাপার করায় অপেক্ষামান সাধারণ পণ্যবাহী ট্রাকের সংখ্যা ক্রমেই বেড়ে চলছে। সর্বশেষ পাটুরিয়া ফেরিঘাট এলাকায় তিন শতাধিক পণ্যবাহী ট্রাক নৌরুট পারের অপেক্ষায় রয়েছে বলেও জানান তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App