×

জাতীয়

জমি ভাড়া নিয়ে বসতবাড়ি নির্মাণ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ আগস্ট ২০১৮, ১১:৫৬ এএম

জমি ভাড়া নিয়ে বসতবাড়ি নির্মাণ
সদরপুর উপজেলার ঢেউখালী ইউনিয়নের চর বলাশিয়া গ্রামের ফসলের মাঠে হঠাৎ করে শতাধিক বাড়ি ঘর গড়ে উঠেছে। এভাবে বাড়ি ঘর নির্মাণ অব্যাহত থাকলে এক সময় চাষের জন্য কোনো জায়গাই থাকবে না। এর ফলে দেখা দিবে খাদ্য সংকট। ওই গ্রামের শতাধিক বিঘা জমির মালিক করিম বেপারি জানান, তার প্রায় ২০ বিঘা জমি ভাড়া নিয়ে নদী ভাঙনকবলিত মানুষ বাড়ি ঘর নির্মাণ করেছেন। আজিজ হাওলাদার জানান, তার ১৫ বিঘা জমি ভাড়া নিয়ে নদী ভাঙনকবলিত লোকজন বসতবাড়ি নির্মাণ করছে। সালাম হাওলাদার জানান, এভাবে দিনের পর দিন ফসলের মাঠে বাড়ি ঘর নির্মাণ অব্যাহত থাকলে ২০ বছর পর চাষযোগ্য আর কোনো জমি থাকবে না। খবির হাওলাদার জানান, প্রতি বছর আড়িয়াল খাঁ নদের ভাঙনে শত শত মানুষ গৃহহারা হওয়ার কারণে ফসলের মাঠে নতুন নতুন ঘড় বাড়ি নির্মাণ করে মাথা গোঁজার ঠাঁই পাচ্ছে। ঢেউখালী ইউনিয়নের চেয়ারম্যান ওমর ফারুক বেপারি বলেন, নদী ভাঙনের স্থায়ী বাঁধ নির্মাণ করা না হলে ভবিষ্যতে এই এলাকায় চাষাবাদের কোনো জমি থাকবে না। এই জন্য তিনি সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আড়িয়াল খাঁ নদের ভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণের দাবি জানান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App