×

বিনোদন

আনন্দলোকে মঙ্গলালোকে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ আগস্ট ২০১৮, ০২:৫৬ পিএম

আনন্দলোকে মঙ্গলালোকে
ঈদ আনন্দমেলায় বাংলাদেশ টেলিভিশন দর্শককে সব সময়ই একটু ভিন্ন ধরনের পরিবেশনা উপহার দিয়ে থাকেন। সেই ধারাবাহিকতায় আগামী ঈদুল আজাহাতেও দর্শকের জন্য ‘আনন্দমেলা’ নিয়ে আসছে নতুন নতুন পরিবেশনা। সেই পরিবেশনায় এবার থাকছে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ‘আনন্দলোকে মঙ্গলালোকে বিরাজ সত্য সুন্দর’ গানটি। নতুন করে গানটির কম্পোজিশন করেছেন সঙ্গীত পরিচালক শওকত আলী ইমন। আর নতুন করে গানটিতে কণ্ঠ দিয়েছেন বাপ্পা মজুমদার, আঁখি আলমগীর, শওকত আলী ইমন, বালাম, কনা ও কোনাল। গানটির রেকর্ডিং হয়েছে গত ৭ আগস্ট। বাংলাদেশ টেলিভিশনের প্রধান মিলনায়তনে গানটির দৃশ্যধারণে সব শিল্পী অংশ নেন গেল ৯ আগস্ট সন্ধ্যায়। ফেরদৌস পূর্ণিমার উপস্থাপনায় বাপ্পা, আঁখি, ইমন, বালাম, কনা, কোনাল গানটির দৃশ্য ধারণের অংশ নেন। নতুন করে ‘আনন্দলোকে মঙ্গলালোকে’ গানটির সঙ্গীতায়োজন প্রসঙ্গে শওকত আলী ইমন বলেন, ‘সিম্পনি প্যাটার্নের কম্পোজিশন করেছি আমি। যা হয়তো আগে কেউ করেনি। যে কারণে গানটির উপস্থাপনা একটু অন্যরকম হয়েছে। প্রত্যেক শিল্পীই অসাধারণ গেয়েছেন।’ বাপ্পা মজুমদার বলেন, ‘আনন্দলোকের নতুন কম্পোজিশনটিও বেশ সুন্দরভাবেই করেছে।’ আঁখি আলমগীর বলেন, ‘গানটির দৃশ্য ধারণটি এক কথায় অসাধারণ হয়েছে। কারণ গানটির দৃশ্য ধারণের সময় মিলনায়তন ভর্তি সব দর্শকের হাতে মোমবাতি ছিল। সব মিলিয়ে কী যে অপূর্ব লাগছিল তা ভাষায় প্রকাশের নয়।’ কনা বলেন, ‘আশা করছি চমৎকার হবে গানটি। দর্শকের মন ছুঁয়ে যাবে।’ আগামী ঈদুল আজহার ঈদ অনুষ্ঠানমালায় ‘আনন্দ মেলা’ প্রচার হবে। হারুন রশীদের গ্রন্থনায় এবারের ঈদ ‘আনন্দ মেলা’ প্রযোজনা করছেন মাহফুজার রহমান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App