×

জাতীয়

ঝালকাঠি থেকে বরিশালসহ আট রুটে বাস চলাচল শুরু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ আগস্ট ২০১৮, ১২:২০ পিএম

ঝালকাঠি থেকে বরিশালসহ আট রুটে বাস চলাচল শুরু
ঝালকাঠি থেকে বরিশালসহ আট রুটে নয় দিন পরে বাস চলাচল স্বাভাবিক হয়েছে। শুক্রবার (১০ আগস্ট) সকাল থেকে সব রুটে বাস চলাচল শুরু হয়েছে বলে নিশ্চিত করেছেন আন্তঃজেলা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক বাহাদুর চৌধুরী তিনি জানান, ন্যায্য দাবিতে তৃতীয় বারের আন্দোলনে গত ২৪ জুন বিভাগীয় কমিশনারের উপস্থিতিতে বরিশাল-ঝালকাঠিসহ চার মলিক সমিতির মধ্যে সমঝোতা বৈঠক হয় এবং কিছু সিদ্ধান্ত নেওয়া হয়। ওই বৈঠকের সিদ্ধান্ত অমান্য করে ঝালকাঠির বাস পটুয়াখালী-বরগুনা ও কুয়াকাটা রুটে চলতে না দেওয়ায় বরিশাল নগরের রুপাতলী বাসস্ট্যান্ড থেকে বুধবার (১ আগস্ট) সকালে ঝালকাঠিসহ আট রুটে সরাসরি বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়। ঝালকাঠি বাস মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক ও আন্দোলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন জানান, বিভাগীয় কমিশনারের সিদ্ধান্ত অনুযায়ী দক্ষিণাঞ্চলে আমাদের সাতটি রুটে বাস চলাচলের সিদ্ধান্ত হলেও গত দেড় মাস আমাদের তিনটি বাস বরিশাল থেকে দক্ষিণাঞ্চল রুটে চলাচল করতে দেওয়া হয়। তাছাড়া পটুয়াখালী-বরগুনা গেলে সেখান থেকে আমাদের বাস ফিরিয়ে দেওয়া হয়েছে। যে কারণে বিভাগীয় প্রশাসন যে সিদ্ধান্ত দিয়েছে তা বাস্তবায়নের দাবিতে পুনরায় ১ আগস্ট থেকে বরিশাল-ঝালকাঠি রুটে সরাসরি বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়। নাসির উদ্দিন বলেন, বৃহস্পতিবার (৯ আগস্ট) বরিশাল-পটুয়াখালী বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি মো. আজিজুর রহমান শাহীন ও সাধারণ সম্পাদক কাওসার হোসেন শিপন ঝালকাঠিতে এসেছিলেন। তারা ঝালকাঠি সমিতির নেতাদের সঙ্গে সমঝোতা বৈঠক করেছেন। বৈঠকে শুক্রবার থেকে পুনরায় ঝালকাঠিসহ পশ্চিমাঞ্চলীয় সব রুটে সরাসরি বাস চলাচলের সিদ্ধান্তে ফিরেছে ঝালকাঠি সমিতির নেতারা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App