×

খেলা

শ্রীলঙ্কার টি-টোয়েন্টি দলে জায়গা হয়নি মালিঙ্গার

Icon

কাগজ অনলাইন প্রতিবেদক

প্রকাশ: ০৯ আগস্ট ২০১৮, ০৬:৫৭ পিএম

শ্রীলঙ্কার টি-টোয়েন্টি দলে জায়গা হয়নি মালিঙ্গার
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একমাত্র টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কা দলে জায়গা হয়নি লাসিথ মালিঙ্গার। আগামী ১৪ আগস্ট কলোম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে ওই ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে স্বাগত জানাবে শ্রীলঙ্কা। প্রোটিয়াদের বিপক্ষে ওই ম্যাচের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে দেশটির ক্রিকেট বোর্ড। মালিঙ্গার মতো অভিজ্ঞ তারকা দলে জায়গা না পেলেও একাধিক অনিয়মিত ক্রিকেটারের জায়গা হয়েছে ওই দলে। পাকিস্তানের বিপক্ষে সর্বশেষ ২০১৫ সালের টি-টোয়েন্টি খেলা ২৩ বছরের বিনুরা ফার্নান্দো জায়গা পেয়েছেন দলে। লম্বা সময় ধরে দলের বাইরে থাকা ধনঞ্জয়া ডি সিলভাও প্রোটিয়াদের বিপক্ষে সুযোগ পেয়েছেন। গত বছরের সেপ্টেম্বরে ভারতের বিপক্ষে শ্রীলঙ্কার হয়ে সবশেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন মালিঙ্গা। সম্প্রতি দারুণ ফর্মে থাকার পরও দলে ডাক পাননি মালিঙ্গা। টরেন্টোতে গ্লোবাল টি-টোয়েন্টি লিগে দারুণ ফর্মে ছিলেন তিনি। ৬ ম্যাচে ১৩ উইকেট নিয়ে টুর্নামেন্টের তৃতীয় সেরা বোলার হয়েছেন এ পেসার। তাতেও তার ওপর নজর পড়েনি লঙ্কান নির্বাচকদের। মালিঙ্গা বাদ পড়লেও ইনজুরি কাটিয়ে দীর্ঘ দিন পর টি-টোয়েন্টিতে ডাক পেয়েছেন অ্যাঞ্জেলো ম্যাথুস। ইনজুরির কারণে জানুয়ারিতে বাংলাদেশ ও ভারতের বিপক্ষে ঘরের মাঠে নিদাহাস ট্রফিতে খেলতে পারেননি তিনি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডেতে নেতৃত্বের পর এবার টি-টোয়েন্টিতেও অধিনায়ক হিসেবে দেখা যাবে তাকে। শ্রীলঙ্কা দল: অ্যাঞ্জেলো ম্যাথুস (অধিনায়ক), দিনেশ চান্দিমাল, আকিলা ধনঞ্জয়া, ধনঞ্জয়া ডি সিলভা, বিনুরা ফার্নান্দো, শেহান জয়সুরিয়া, লাহিরু কুমারা, শেহান মাদুশানকা, কুশল মেন্ডিস, কুশল পেরেরা, থিসারা পেরেরা, লাকশান সান্দাকান, দাসুন শানাকা, উপুল থারাঙ্গা ও জেফরি ভ্যান্ডারসে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App