×

জাতীয়

ঝালকাঠি -বরিশালসহ আট রুটে নয় দিন ধরে বাস চলাচল বন্ধ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ আগস্ট ২০১৮, ১১:০৪ এএম

ঝালকাঠি -বরিশালসহ আট রুটে নয় দিন ধরে বাস চলাচল বন্ধ
ঝালকাঠি থেকে বরিশালসহ আট রুটে নয় দিন ধরে বাস চলাচল বন্ধ রয়েছে। এতে করে যাত্রীরা যেমন পড়েছেন চরম দুর্ভোগে, তেমনি বাস শ্রমিকরাও মানবেতর জীবনযাপন শুরু করেছেন। ঝালকাঠি মালিক-শ্রমিক সংগঠনের ন্যায্য দাবির বাস্তবায়ন কার্যকর না হওয়া পর্যন্ত বাস চলাচল বন্ধ রাখার সিন্ধান্তে অটল রয়েছেন মালিক-শ্রমিকরা। বাস চলাচল বন্ধ থাকার কারণে অভ্যন্তরীণ ওইসব রুটে যাত্রীদের বিকল্প পরিবহনে বাড়তি ভাড়ায় যাতায়াত করতে হচ্ছে। অনেক সময় পর্যাপ্ত যানবাহনের কারণে যাত্রীদের ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষায় থাকতে হচ্ছে। ঝালকাঠির বাস মালিক সমিতির যুগ্ম সম্পাদক নাসির উদ্দিন আহম্মেদ জানান, ন্যায্য হিস্যার দাবিতে তৃতীয়বারের আন্দোলনে গত ২৪ জুন বিভাগীয় কমিশনারের উপস্থিতিতে বরিশাল-ঝালকাঠিসহ চার মলিক সিমিতির মধ্যে সমঝোতা বৈঠক ও কিছু সিদ্ধান্ত নেওয়া হয়। ওই বৈঠকের সিদ্ধান্ত অমান্য করে ঝালকাঠির বাস পটুয়াখালী-বরগুনা ও কুয়াকাটা রুটে চলতে না দেওয়া বরিশালের রুপাতলী বাসস্ট্যান্ড থেকে বুধবার (১ আগস্ট) সকালে ঝালকাঠিসহ আট রুটে সরাসরি বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়। তিনি বলেন, বিভাগীয় কমিশনারের মিটিংয়ের রেজুলেশন বাস্তবায়ন হলেই আমরা বাস চালনা শুরু করবো। কিন্তু নয় দিন ধরে এ অবস্থা বিরাজ করলেও বরিশালের বিভাগীয় কমিশনার কিংবা বিভাগীয় প্রশাসনের পক্ষ থেকে এ পর্যন্ত কোনো উদ্যোগ নেওয়া হয়নি। যাত্রীদের কিংবা বাস-মালিক শ্রমিকদের কথা কেউ চিন্তা করছে না। বাস চলাচল বন্ধ থাকায় আন্তঃজেলার প্রায় ৯শ’র মতো বাস শ্রমিক মানবেতর জীবনযাপন করছেন বলে জানিয়েছেন শ্রমিকরা। তাই দ্রুত বিষয়টি সমাধানের দাবি জানিয়েছেন মালিক ও শ্রমিক সংগঠনের নেতারা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App