×

আন্তর্জাতিক

জাতিসংঘের মানবাধিকার সংস্থার প্রধান হচ্ছেন চিলির সাবেক প্রেসিডেন্ট

Icon

কাগজ অনলাইন প্রতিবেদক

প্রকাশ: ০৯ আগস্ট ২০১৮, ০৬:৩৫ পিএম

জাতিসংঘের মানবাধিকার সংস্থার প্রধান হচ্ছেন চিলির সাবেক প্রেসিডেন্ট
এবার জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সংস্থার প্রধান হতে যাচ্ছেন চিলির সাবেক প্রেসিডেন্ট মিশেল ব্রেসলেট। ব্রেসলেটকে ওই পদের জন্য মনোনয়ন দিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। তবে এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া হয়নি। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। জাতিসংঘে কর্মরত পাঁচজন কূটনীতিক রয়টার্সকে বলেছেন, জাতিসংঘের সহকারি মহাসচিব আমিনা মুহাম্মদ তাদেরকে এ তথ্য জানিয়েছেন। একশ ৯৩ সদস্য বিশিষ্ট জাতিসংঘ সাধারণ পরিষদে অনুমোদন হলে যোগ দিতে পারবেন ব্রেসলেট। ব্রেসলেট শেষ পর্যন্ত টিকে গেলে মানবাধিকার সংস্থার বর্তমান প্রধান জেইদ রাদ আল-হুসেইনের উত্তরসুরী হবেন। জানা গেছে, চলতি মাসের মেয়াদ শেষ হবে বর্তমান প্রধান জেইদ রাদের। তিনি বহুবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তের সমালোচনা করেছেন। তবে অনেকেই মনে করছেন, ওই পদে ব্রেসলেট সেভাবে কঠিন পদক্ষেপ নিতে পারবেন না।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App