×

তথ্যপ্রযুক্তি

ট্যাবলেট বিক্রির শীর্ষে অ্যাপল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ আগস্ট ২০১৮, ০১:১২ পিএম

ট্যাবলেট বিক্রির শীর্ষে অ্যাপল
ট্যাবলেট ডিভাইসের বাজার মন্দা গেলেও এই খাতে শীর্ষে রয়েছে টেক জায়ান্ট অ্যাপল।চলতি বছর দ্বিতীয় প্রান্তিকের হিসেবে ৩৪ দশমিক ৯ শতাংশ দখল করে শীর্ষে স্থান ধরে রেখেছে প্রতিষ্ঠানটি। সম্প্রতি ইন্টারন্যাশনাল ডাটা করপোরেশনের (আইডিসি) প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানা যায়।প্রান্তিকটিতে বিশ্ব জুড়ে গত বছরের তুলনায় ট্যাবলেট বিক্রি কমেছে ১৩ দশমিক ৫ শতাংশ। সংখ্যার হিসেবে যা ৫০ লাখ ইউনিট। ফলে মোট ট্যাবলেট বিক্রির সংখ্যা দাঁড়ায় ৩ কোটি ৩০ লাখ। আইডিসির তথ্য অনুযায়ী, প্রান্তিকটিতে অ্যাপল ১ কোটি ১৫ লাখ ইউনিটে ট্যাবলেট ডিভাইস বিক্রি করেছে।অন্যদিকে ট্যাবলেটের বাজারে ১৫ দশমিক ১ শতাংশ বাজার দখল নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে স্যামসাং। প্রতিষ্ঠানটি ৫০ লাখ ইউনিট ট্যাব বিক্রি করেছে । ট্যাবলেটের বাজারে তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে যথাক্রমে চীনের হুয়াওয়ে ও লেনোভো। চলতি বছরই নতুন আইপ্যাড প্রো উন্মোচন করতে পারে অ্যাপল। আইফোনের মতো নতুন আইপ্যাড থেকেও ৩.৫ মিলিমিটার হেডফোন জ্যাক বাদ দিতে যাচ্ছে অ্যাপল।এদিকে জাপানি সাপ্লাই চেইন সাইট মাকোটাকারার এক প্রতিবেদনে আরাে জানা যায়, চলতি বছর নতুন আইপ্যাড প্রো উন্মোচন করবে অ্যাপল। এর ডিসপ্লে সাইজ হতে পারে ১০ দশমিক ৫ ইঞ্চি। আইপ্যাডটি ২৪৭ দশমিক ৫ মিলিমিটার লম্বা, ১৭৮ দশমিক ৭ মিলিমিটার চওড়া ও ৬ মিলিমিটার পুরু হতে পারে।ধারণা করা হচ্ছে নতুন আইপ্যাড বাজারে আসলে বিক্রি আরও বাড়বে প্রতিষ্ঠানটির।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App