×

জাতীয়

চট্টগ্রামে ৬৭৭ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

Icon

কাগজ অনলাইন প্রতিবেদক

প্রকাশ: ০৮ আগস্ট ২০১৮, ০৭:৩২ পিএম

চট্টগ্রামের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৬৭৭টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। গত মাসে এ অভিযান চালানো হয় বলে আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে প্রতিষ্ঠানটি। এতে বলা হয়, অবৈধভাবে রাইজার নির্মাণ ও অননুমোদিত সরঞ্জামের মাধ্যমে গ্যাস ব্যবহার এবং বকেয়া বিলের কারণে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে ৬৬১টি (১০৮টি রাইজার) আবাসিক, ১১টি বাণিজ্যিক, দুটি শিল্প, দুটি সিএনজি ও একটি ক্যাপটিভ পাওয়ারসহ মোট ৬৭৭টি গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। সংযোগ বিচ্ছিন্ন করা শিল্প প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে- এনায়েত বাজার এলাকায় মেসার্স নিউ ফ্যাশন টেক্সটাইল লিমিটেড, সিইপিজেড এলাকায় মেসার্স ডাফ চিটাগাং এক্সেসরিজ লিমিটেড। সিএনজি ও ক্যাপটিভের মধ্যে আরাকান রোডে মেসার্স ইস্ট এন্ড অটোমোবাইল লি. এবং মেসার্স ইন্ট্রাকো সিএনজি লি.। সংযোগ বিচ্ছিন্নের সময় কেজিডিসিএলের প্রকৌশলী মো. আবুল কালাম আজাদ, ব্যবস্থাপক (ভিজিল্যান্স) ও প্রকৌশলী মো. আলমগীর হোসেন এবং প্রকৌশলী পলাশ সরকারসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App