×

জাতীয়

চট্টগ্রামে ঈদে রেলের অগ্রিম টিকেট বিক্রি শুরু

Icon

কাগজ অনলাইন প্রতিবেদক

প্রকাশ: ০৮ আগস্ট ২০১৮, ০৮:২৬ পিএম

ঈদুল আজহা উপলক্ষে চট্টগ্রামে রেলের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। বুধবার সকাল থেকে অগ্রিম টিকিট বিক্রির প্রথম দিনে চট্টগ্রাম রেলস্টেশনে টিকেট প্রত্যাশীদের ছিল লম্বা লাইন। আজ ১৭ আগস্টের অগ্রিম টিকেট দেয়া হয়। অগ্রিম টিকেটের জন্য গভীর রাত থেকে লাইনে দাঁড়ান টিকিট প্রত্যাশীরা। রাত জেগে সকালে হাতে টিকেট পেয়ে তাদের আনন্দ নিয়ে বাড়ি ফিরতে দেখা গেছে। ঈদের অগ্রিম টিকেট বিক্রি ১২ আগস্ট পর্যন্ত চলবে বলে রেলওয়ে সূত্রে জানা গেছে। রেলওয়ে পূর্বাঞ্চল সূত্র জানায়, আজ বুধবার সকাল আটটা থেকে চট্টগ্রাম রেলস্টেশনের ১০ কাউন্টারে টিকেট বিক্রি শুরু হয়। এর মধ্যে আটটিতে অগ্রিম টিকেট এবং দুইটিতে নিয়মিত ট্রেনের টিকেট বিক্রি করা হয়। ১০টি ট্রেনের মোট ৬ হাজার ৯৫৭টি টিকেট বিক্রি করা হয়। অগ্রিম টিকেটের প্রথম দিন চট্টগ্রাম থেকে বিভিন্ন গন্তব্যের ৯টি আন্তঃনগর ট্রেন ও একটি এক্সপ্রেস ট্রেনের মোট ৬ হাজার ৯৭৫টি টিকেট রয়েছে। ট্রেনগুলো হচ্ছে- সুবর্ণ, তূর্ণা, মহানগর, সোনার বাংলা, মেঘনা, পাহাড়িকা, গোধূলী, উদয়ন, চট্টলা ও বিজয়। বিক্রি হওয়া টিকেট ফেরত নেয়া হবে না বলেও জানিয়েছে রেল কর্তৃপক্ষ। এদিকে ট্রেনের টিকেটের কালোবাজারি রোধে স্টেশন এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি ৫৭টি সিসি ক্যামেরা দিয়ে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। এ ছাড়া টিকেট প্রত্যাশী যাত্রীদের টোকেন দেয়া হয়। এই টোকেন পূরণ করার পর টিকিট দেয়া হয়। অতিরিক্ত যাত্রী চাপ সামলাতে প্রতিটি আন্তঃনগর ট্রেনে ৪-৫টি করে বগি সংযুক্ত করা হবে বলেও জানিয়েছেন রেলওয়ে কর্তৃপক্ষ। চট্টগ্রাম স্টেশনের ম্যানেজার আবুল কালাম আজাদ বলেন, অগ্রিম টিকেটের প্রথম দিন চট্টগ্রাম থেকে বিভিন্ন গন্তব্যের ৯টি আন্তঃনগর ট্রেন ও একটি এক্সপ্রেস ট্রেনের মোট ৬ হাজার ৯৭৫টি টিকেট রয়েছে। এর মধ্যে কাউন্টারে বিক্রির জন্য ৪ হাজার ৯৮৯টি। আর অনলাইনে বিক্রির জন্য ২৫ শতাংশ। এ ছাড়া ভিআইপি ও রেলওয়ের কর্মীদের জন্য ৫ শতাংশ করে মোট ১০ শতাংশ সংরক্ষিত রাখা হয়। প্রতিদিন একজন সর্বোচ্চ ৪টি টিকিট কিনতে পারবেন। তবে সুবর্ণ ও সোনার বাংলা ট্রেনে আসনবিহীন টিকিট ইস্যু হবে না জানিয়ে অন্য ট্রেনগুলোতে যাত্রার দিন আসনবিহীন টিকেট পাওয়া যাবে। টিকেট কালোবাজারি রোধে রেলওয়ের নিজস্ব নিরাপত্তা বাহিনী ছাড়াও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কাজ করছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App