×

আন্তর্জাতিক

কানাডায় চিকিৎসা সেবা গ্রহণে সৌদির নিষেধাজ্ঞা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ আগস্ট ২০১৮, ০৪:১৯ পিএম

কানাডায় চিকিৎসা সেবা গ্রহণে সৌদির নিষেধাজ্ঞা
কানাডার সঙ্গে সৌদির কূটনৈতিক সম্পর্ক খারাপ থেকে খারাপের দিকে যাচ্ছে। সম্প্রতি সৌদিতে নিযুক্ত কানাডার রাষ্ট্রদূতকে বহিষ্কার এবং নিজেদের রাষ্ট্রদূতকে দেশে ফেরার নির্দেশ দেয় রিয়াদ। এর মধ্যেই কানাডায় নিজেদের নাগরিকদের চিকিৎসা সেবা গ্রহণেও নিষেধাজ্ঞা জারি করেছে উপসাগরীয় এই দেশটি। বুধবার সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, সৌদির রোগীদের কানাডার বিভিন্ন হাসপাতাল থেকে স্থানান্তরের ঘোষণা দিয়েছে রিয়াদ। তাদের কানাডার বাইরের অন্য কোথাও চিকিৎসা সেবা দেয়া হবে। সৌদি আরব রাষ্ট্রদূতকে বহিষ্কারের পাশাপাশি কানাডার সঙ্গে বাণিজ্য সম্পর্কও ছিন্ন করেছে। কানাডার সঙ্গে রিয়াদ আর নতুন কোন বাণিজ্য বা লেনদেন করবে না। দেশের অভ্যন্তরীণ বিষয়ে কানাডার হস্তক্ষেপের কারণেই এমনটা করা হয়েছে বলে উল্লেখ করেছে সৌদি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App