×

জাতীয়

চুয়েট বন্ধ ঘোষণা, ছাত্রীদের হলত্যাগের নির্দেশ বুধবার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ আগস্ট ২০১৮, ০৪:০২ পিএম

চুয়েট বন্ধ ঘোষণা, ছাত্রীদের হলত্যাগের নির্দেশ বুধবার
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) আজ মঙ্গলবার থেকে বন্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের সব আবাসিক হলও বন্ধ ঘোষণা করা হয়েছে। ছাত্রদের মঙ্গলবার বিকেল ৫টার মধ্যে ও ছাত্রীদের বুধবার সকাল ১০টার মধ্যে হলত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। ইতোমধ্যে ছাত্রছাত্রীরা হল ছাড়া শুরু করেছেন। মঙ্গলবার বেলা তিনটার দিকে অনেক ছাত্রছাত্রীকে ব্যাগ কাঁধে নিয়ে হল ছাড়তে দেখা গেছে। শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে বিশ্ববিদ্যালয়ের দুইটা বাসও দেওয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ফারুক-উজ-জামান চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ঈদুল আজহা উপলক্ষে আগামী ২৭ আগস্ট পর্যন্ত বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে। বিজ্ঞপ্তিতে আজ থেকে ঈদের ছুটি শুরুর কথা বলা হলেও আগামী সপ্তাহ থেকে বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটি শুরু হওয়ার কথা ছিল। চুয়েট উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম বলেন, চুয়েট শিক্ষার্থীদের সব ধরনের নিরাপত্তা দেওয়া হবে। নিরাপত্তার তাগিদে প্রয়োজনে চুয়েট বাসে পুলিশ মোতায়েন করা হবে। গত কয়েক দিন ধরে সারাদেশের মতো চুয়েটেও নিরাপদ সড়কের দাবিতে চুয়েটের শিক্ষার্থীরা মিছিল সমাবেশ করছিলেন। আজ মঙ্গলবারও ক্লাস বর্জন করে মিছিল সমাবেশ শুরু করেন শিক্ষার্থীরা। এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রবেশ গেটে পুলিশ মোতায়েন ছিল। গেটের বাইরে স্থানীয় কিছু যুবক সশস্ত্রভাবে অবস্থান করছিলেন বলে প্রত্যক্ষদর্শীরা জানান। এর আগে গত রবিবার স্থানীয় ছাত্রলীগ ও যুবলীগের কর্মীদের সঙ্গে চুয়েট শিক্ষার্থীদের ধাওয়া–পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App