×

বিনোদন

কলকাতার দাদাবাবু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ আগস্ট ২০১৮, ১২:৫৭ পিএম

কলকাতার দাদাবাবু
আগামী ঈদের জন্য বেশ কয়েকটি সাত পর্বের ঈদ ধারাবাহিকে অভিনয় করছেন অভিনেতা চঞ্চল চৌধুরী। এর মধ্যে গল্প এবং চরিত্রানুযায়ী একটু ব্যতিক্রমভাবেই উপস্থিত হচ্ছেন তিনি ইমরাউল রাফাত পরিচালিত ‘কলকাতার দাদাবাবু’ ঈদ ধারাবাহিকে। এই ঈদ ধারাবাহিকে তিনি নাম ভ‚মিকায় অভিনয় করেছেন। এরই মধ্যে রাজধানীর পুরান ঢাকায় নাটকটির দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে। আপেল মাহমুদের গল্পে ‘কলকাতার দাদাবাবু’ গল্পে দেখা যাবে দুটি মুসলমান হিন্দু পরিবার একটি বাড়িতে বসবাস করে। কিন্তু কলকাতা থেকে এক সময় একজন দাদাবাবু এসে কাগজপত্র দেখিয়ে দাবি করে এটা তার বাপ-দাদার পৈতৃক সম্পত্তি। এই নিয়ে শুরু হয় নানান জটিলতা। এমনই গল্প নিয়ে এগিয়ে যাবে এই ঈদ ধারাবাহিকের গল্প। ধারাবাহিকটিতে অভিনয় প্রসঙ্গে চঞ্চল চৌধুরী বলেন, ঈদ এলে তো দর্শকের বিনোদনের কথা ভেবে সবসময় হাস্যরসাত্মক গল্পের নাটকে অভিনয় করার চেষ্টা করি। কিন্তু কলকাতার দাদাবাবু নাটকের গল্প বেশ সিরিয়াস। এতে আমি কলকাতার দাদাবাবুর চরিত্রে অভিনয় করছি। চরিত্রটি আমি বেশ উপভোগ করেছি। দর্শক নাটকটি বেশ ভালোলাগা নিয়ে উপভোগ করবেন আশা করছি। এ দিকে এই ঈদে আরো দুটি ঈদ ধারাবাহিকে দেখা যাবে চঞ্চল চৌধুরীকে। নাটক দুটি হচ্ছে ‘হিরো যখন ভিলেন’ এবং ‘চরিত্র স্ত্রী’। অন্যদিকে গতকাল পর্যন্ত চঞ্চল চৌধুরী ব্যস্ত ছিলেন মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ‘আয়েশা’ টেলিফিল্মের কাজ নিয়ে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App