×

অর্থনীতি

ইমেজ সংকটে পড়ছে দেশের পোশাক শিল্প : বিজিএমইএ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ আগস্ট ২০১৮, ১১:০১ এএম

ইমেজ সংকটে পড়ছে দেশের পোশাক শিল্প : বিজিএমইএ
দেশের চলমান আন্দোলনে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে রপ্তানিমুখী তৈরি পোশাক শিল্প। অনেকটা ইমেজ সংকটে পড়েছে এ খাত। বায়াররা দেশে ট্রিপ বাতিল করছেন। এই অবস্থার আশু সমাধান দরকার। তা না হলে বৈদেশিক বাণিজ্য হুমকির মুখে পড়বে। চলমান ছাত্র আন্দোলন এবং উদ্ভূত পরিস্থিতি নিয়ে বিজিএমইএ সংবাদ সম্মেলনে এসব কথা বলেন দেশের তৈরি পোশাক শিল্পের বড় সংগঠন বিজিএমইএর সভাপতি সিদ্দিকুর রহমান। রাজধানীর বিজিএমইএ ভবনে গতকাল সোমবার সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন বিজিএমইএর সহসভাপতি এস এম মান্নান (কচি), সহসভাপতি (অর্থ) মোহাম্মদ নাছির, পরিচালক মো. মনির হোসেন, পরিচালক ইনামুল হক খান (বাবলু), পরিচালক আ ন ম সাইফউদ্দীনসহ অনেকে। সিদ্দিকুর রহমান বলেন, গেল এক সপ্তাহে ছাত্র আন্দোলনের কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দিয়ে ঠিকমতো পোশাক শিল্পের আমদানি ও রপ্তানি পণ্য আনা-নেয়া করা সম্ভব হয়নি। এতে বন্দরে কন্টেইনারভর্তি রপ্তানিযোগ্য পণ্য পড়ে আছে। আর জাহাজীকরণের অপেক্ষায় কারখানায় পড়ে আছে তৈরি পণ্য। এতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশের তৈরি পোশাক শিল্প। তিনি বলেন, যানবাহন পরিস্থিতি স্বাভাবিক না হলে অনেক কারখানা স্টকলটের শিকার হবে। অনেক কারখানার এয়ারফ্লাইট করতে বাধ্য হবে। এর মাশুল দিতে হবে পোশাক শিল্পকে। আমরা যখন অ্যাকর্ড ও অ্যালায়েন্সের সব শর্ত পূরণ করে নিজেদের মতো করে চলার প্রস্তুতি নিচ্ছি তখন এ ধরনের অনাকাক্সিক্ষত পরিস্থিতি আমাদের পিছিয়ে দেয়। ক্রেতাদের আস্থাহানি ঘটে। শিল্পের ভাবমূর্তি ও দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়। এমন কোনো কর্মকান্ড আমরা চাই না যাতে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা বাধাগ্রস্ত এবং অর্থনৈতিক কর্মকান্ড ও ব্যবসা-বাণিজ্য পিছিয়ে দেয়। তিনি বলেন, অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার কাজ বর্তমানে দ্রæতগতিতে এগিয়ে চলছে। দেশি ও বিদেশি বিনিয়োগকারীরা বিনিয়োগে আকৃষ্ট হয়ে তারা সফরে আসছেন। বিভিন্ন দেশের সরকারি ও বেসরকারি বাণিজ্য প্রতিনিধিদল প্রতিনিয়ত দেশে সফর করছে। তাদের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তি ও আলোচনাও হয়েছে। কয়েক দিন আগেও ভারত থেকে বস্ত্র ব্যবসায়ীদের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল বাংলাদেশে এসেছিল। তাদের সঙ্গে আমাদের উভয়পক্ষের স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তিনি বলেন, এ অবস্থায় আমরা আশা করি, এমন কোনো কর্মসূচি নেয়া হবে না যাতে আমাদের অর্থনৈতিক অগ্রযাত্রা ব্যাহত হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App