×

তথ্যপ্রযুক্তি

অ্যানড্রয়েডের নতুন ভার্সন ‘অ্যানড্রয়েড নাইন পাই’

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ আগস্ট ২০১৮, ০২:৪০ পিএম

অ্যানড্রয়েডের নতুন ভার্সন ‘অ্যানড্রয়েড নাইন পাই’
গুগল স্মার্টফোনের জন্য জনপ্রিয় অপারেটিং সিস্টেম অ্যানড্রয়েডের নতুন ভার্সন আনলো। ভার্সনটির নাম ‘অ্যানড্রয়েড নাইন পাই’। গুগল বলছে, এটিকে সাজানো হয়েছে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স (এআই) দ্বারা। এতে ব্যবহারকারীরা তাদের ডিভাইসটিতে খুব মসৃণ ন্যাভিগেশন সিস্টেম পাবে এবং অ্যানড্রয়েডে ফোন থেকে অ্যাপ সার্চ দেয়া আরো সহজ হবে। এই ভার্সনটি নিয়ে অনেকদিন ধরে গুঞ্জন চলছিল। এতদিন শোনা যাচ্ছিল এর নাম হবে অ্যানড্রয়েড পি। এবার নাম বদলে অ্যানড্রয়েড নাইন পাই রাখলো গুগল। অ্যানড্রয়েড নাইন পাই গুগলের নবম অ্যানড্রয়েড ভার্সন। গুগলের সর্বশেষ অ্যানড্রয়েড ভার্সন ছিল অরিও। যেটা গত বছর অবমুক্ত করা হয়েছিল। গুগল দাবি করছে নতুন ভার্সনের অপারেটিং সিস্টেম ব্যবহারে ফোন হবে আরো স্মার্ট। এতে নাকি মেশিন লার্নিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয়েছে। একই সঙ্গে এই ভার্সন ব্যবহারে ফোনের ব্যাটারি আয়ু বাড়বে। এছাড়াও এতে ডিসপ্লের ব্রাইটনেস স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রিত হবে। গুগলের পিক্সেল ফোনে অ্যানড্রয়েডের নতুন ভার্সন নাইন পাই অপডেট করে নেয়ার সুযোগ দেয়া হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App