×

বিনোদন

রবিঠাকুরের প্রয়াণ দিবস টিভি পর্দায়

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ আগস্ট ২০১৮, ০১:০০ পিএম

রবিঠাকুরের প্রয়াণ দিবস টিভি পর্দায়
নিশীথে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর ছোটগল্প অবলম্বনে নাটক ‘নিশীথে’ প্রচার হবে বাংলাভিশনে। এই নাটকে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন অপি করিম, রওনক হাসান, নমিরা, জিয়াউল হাসান কিসলু, সোনিয়া প্রমুখ। রওনক হাসানের চিত্রনাট্য ও পরিচালনায় নাটকটি বাংলাভিশনে প্রচার হবে আজ রাত ৯টা ৫ মিনিটে। রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প ‘নিশীথে’ অবলম্বনে এই নাটক নির্মিত হয়েছে। এই নাটকটি মানবিক সম্পর্কের গল্প। স্বামী-স্ত্রীর বিশ্বাস এবং সংসার-ধর্ম এসব নিয়েই নাটকের গল্প। চারু এবং অন্যান্য কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস উপলক্ষে এনটিভিতে আজ দুপুর ১টা ৫ মিনিটে প্রচার হবে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘নষ্টনীড়’ গল্প অবলম্বনে বিশেষ নাটক ‘চারু এবং অন্যান্য’। তুহিন অবন্তর চিত্রনাট্য রচনা ও পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেনÑ আনিসুর রহমান মিলন, বিদ্যা সিনহা সাহা মীম, মাজনুন মিজান, আজিজুল হাকিম, নির্মি মৌ প্রমুখ। ‘আইনবিদ ভ‚পতি সারাক্ষণ ব্যস্ত থাকেন ইংরেজিচর্চা আর তার প্রেস ব্যবসা নিয়ে। স্ত্রী চারুকে একেবারেই সময় দিতে পারে না। নিঃসঙ্গতায় ভোগে চারু, তার সময় কাটে অলসভাবে বই পড়ে। এই সংসারে থাকে ভ‚পতির মাসতুতোভাই অমল। অমল সবেমাত্র বিশ্ববিদ্যালয়ে পড়াশুনার পাঠ শেষ করেছে, এখনো বেকার। স্বাভাবিকভাবেই একে অপরকে বন্ধু করে নেয়। অমল আর চারু আড্ডার ফাঁকে ফাঁকে নানারকম সাহিত্যচর্চায় মেতে ওঠে, বাড়ি সাজানোর নানারকম পরিকল্পনা করতে থাকে। ধীরে ধীরে অমলের প্রতি চারুর জন্ম নেয় গভীর প্রেম, অমলের মধ্যেও প্রেম জাগে চারুর প্রতি। আর তখনই ভ‚পতির প্রেস ব্যবসা পড়ে হুমকির মুখে। সম্মুখে শান্তির পারাবার আজ সন্ধ্যা ৬টায় জিটিভিতে প্রচার হবে বিশেষ অনুষ্ঠান ‘সম্মুখে শান্তির পারাবার’। এ অনুষ্ঠানে অতিথি থাকবেন আবৃত্তিশিল্পী শিমুল মুস্তফা, রবীন্দ্রসঙ্গীতশিল্পী শুভ্রা দেবনাথ ও অনিমা রায়। গান-আবৃত্তি ও আড্ডায় সাজানো হয়েছে অনুষ্ঠানটি। পুরো আয়োজনেই রবীন্দ্রনাথ চ্যানেল আই আজ তাদের পুরো আয়োজন সাজিয়েছে রবীন্দ্রনাথকে ঘিরে। সকাল ৭টা ৩০ মিনিটে দেখানো হবে গানে গানে সকাল শুরুর বিশেষ পর্ব। বেলা ১১টা ৩০ মিনিট থেকে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত চ্যানেল আই স্টুডিও থেকে সরাসরি সম্প্রচার হবে সরাসরি রবীন্দ্রনাথ। বিকেল ৩টা ৫ মিনিটে প্রচার হবে ইমপ্রেস টেলিফিল্মের ছবি ‘চারুলতা’। রবীন্দ্রনাথ ঠাকুরের ‘নষ্টনীড়’ অবলম্বনে এর চিত্রনাট্য ও পরিচালনা করেছেন সাইফুল ইসলাম। এতে অভিনয় করেছেন ইলিয়াস কাঞ্চন, কুমকুম হাসান, সজল, শহিদুল আলম সাচ্চু, মিতানূর প্রমুখ। কেকা ফেরদৌসীর উপস্থাপনা ও পরিচালনায় সন্ধ্যা ৬টা ২০ মিনিটে প্রচার হবে ‘ঠাকুর বাড়ির রান্না’। রাত ৭টা ৫০ মিনিটে দেখানো হবে রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা অবলম্বনে নাটক ‘তোমার অন্য যুগের সখা’। রাত ১০টায় রেজওয়ানা চৌধুরী বন্যার পরিবেশনায় একক রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান ‘২২ শে শ্রাবণ’। রাত ১১টা ৩০ মিনিটে রয়েছে রাজু আলীমের পরিচালনায় ‘শ্রাবণের রবীন্দ্রনাথ’। হ বিনোদন ডেস্ক

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App