×

বিনোদন

বাবা মেয়ের গল্প

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ আগস্ট ২০১৮, ০১:০৯ পিএম

বাবা মেয়ের গল্প
রাইসুল ইসলাম আসাদ ও জাকিয়া বারী মম দুজনই বাবা-মেয়ের চরিত্রে বেশ কিছু নাটকে অভিনয় করেছেন। তবে সর্বশেষ তাদের দুজনকে অরুণ চৌধুরী পরিচালিত ‘আলতা বানু’ চলচ্চিত্রে বাবা-মেয়ের চরিত্রে অভিনয়ে দেখা গেছে। এবার তাদের দুজনকে আবারো বাবা ও মেয়ের চরিত্রে অভিনয়ে দেখা যাবে নজরুল ইসলাম রাজু নির্দেশিত ঈদ বিশেষ টেলিফিল্ম ‘বেলী অতঃপর’-এ। এরই মধ্যে টেলিফিল্মটির দৃশ্যধারণের কাজ শুরু হয়েছে রাজধানীর উত্তরার একটি শুটিং হাউসে। ‘বেলী অতঃপর’র নাট্যরূপ দিয়েছেন পার্থিব শাহরিয়ার ও মেজবাহ উদ্দিন সুমন। রাইসুল ইসলাম আসাদ বলেন, রাজুর নির্দেশনায় এর আগেও কাজ করেছি। সময় নিয়ে অনেক যত্ন করে কাজ করে। তার কাজে কোনো তাড়াহুড়া নেই। যে কারণে তার কাজ করতেও ভালোলাগে। এই টেলিফিল্মের গল্প ভালো লেগেছে। টেলিফিল্মে মম আমার মেয়ের চরিত্রে অভিনয় করছে। আশা করছি আমাদের এই কাজটি ভালো লাগবে দর্শকের। জাকিয়া বারী মম বলেন, আসাদ ভাই আমাদের নাট্যাঙ্গন, চলচ্চিত্রাঙ্গনের একজন কিংবদন্তি অভিনেতা। আমি এটা আজ বলতেই চাই যে আমাদের যারা সিনিয়র শিল্পী আছেন তাদের সঙ্গে কাজ করাটা আমি আশীর্বাদ মনে করি। কারণ তাদের সঙ্গে কাজ করতে পারলে অনেক কিছুই শিখতে পারি, জানতে পারি, বুঝতে পারি। তাই আমি সিনিয়র শিল্পীদের সঙ্গে কাজ করাটা ভীষণ উপভোগ করি। আসাদ ভাই আমার অত্যন্ত প্রিয় একজন শিল্পী। বেলী অতঃপরে বাবা-মেয়ের চরিত্রে কাজ করতে গিয়ে তার স্নেহ পেয়েছি, এটাই আশীর্বাদ। ঈদে এনটিভিতে প্রচার হবে ‘বেলী অতঃপর’ টেলিফিল্মটি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App