×

জাতীয়

‘নগরীর সড়কগুলো সুন্দর দেখতে চাই’

Icon

কাগজ অনলাইন প্রতিবেদক

প্রকাশ: ০৬ আগস্ট ২০১৮, ০৮:২১ পিএম

নগরীর সড়ক সংস্কারের ক্ষেত্রে শুধু হবে, হচ্ছে শুনি। আমরা আর এই হচ্ছে বা হবে শব্দগুলো শুনতে চাই না। আমরা নগরীর সড়কগুলো সুন্দর দেখতে চাই। সোমবার বিকেলে নগরীর সার্কিট হাউসে এক মতবিনিময় সভায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এসব কথা বলেন। শিক্ষার্থীদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয় ও জেলা প্রশাসন আয়োজিত এ সভায় প্রধান অতিথি ছিলেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন। এ সময় শিক্ষার্থীরা বলেন, ভাঙাচুরা সড়কের কারণে আমাদের স্কুল-কলেজে যাতায়াতের সময় দীর্ঘ যানজটে পড়তে হয়। এতে আমাদের সময় নষ্ট হয়। তাই মেয়র মহোদয়ের কাছে অনুরোধ, দ্রুত এসব সড়ক সংস্কার করে আমাদের পরিত্রাণ দেয়া হোক। সভায় সরকারি মহিলা কলেজের অনার্স ৪র্থ বর্ষের ছাত্রী নন্দিতা দাশ বলেন, এখনো সড়কে বেপরোয়াভাবে গাড়ি চলছে। আজকেও (গতকাল) কলেজ থেকে বের হওয়ার সময় অল্পের জন্য রক্ষা পেয়েছি। সেখানে কোনো ট্রাফিক পুলিশ ছিল না। গাড়ির গতি নিয়ন্ত্রণে যেন প্রশাসন ব্যবস্থা নেয়। এ সময় আরেক শিক্ষার্থী বলেন, আমরা নিরাপদ সড়ক চাই। তাই প্রশাসনের সহযোগিতা প্রয়োজন। এ ছাড়া বাসের হেলপার মহিলা শিক্ষার্থীদের বিভিন্ন রকম যৌন হয়রানি করে। মহিলাদের জন্য আলাদা বাস সার্ভিস চালুর দাবি জানান তিনি। এ ছাড়া ফুটপাত থেকে হকার উচ্ছেদ করে ছাত্রছাত্রীদের চলাচল নিশ্চিত করা, ফিটনেসবিহীন ও লাইসেন্সবিহীন গাড়িগুলো সড়ক থেকে তুলে নেয়া ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করাসহ বেশ কয়েকটি দাবি উত্থাপন করেন শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা। চট্টগ্রামের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, ম্যানেজিং কমিটি, সুশীল সমাজ, অভিভাবক ও শিক্ষার্থীদের সঙ্গে আয়োজিত এ মতবিনিময় সভায় চট্টগ্রামের বিভাগীয় কমিশনার আবদুল মান্নানের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রামের ডিআইজি খন্দকার গোলাম ফারুক, সিএমপি কমিশনার মাহাবুবর রহমান, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রাম অঞ্চলের পরিচালক প্রদীপ কুমার চক্রবর্তী, সরকারি হাজী মুহাম্মদ মহসীন কলেজের অধ্যক্ষ অঞ্জন কুমার নন্দী প্রমুখ। সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রামে জেলা প্রশাসক ইলিয়াস হোসেন ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. হাবিবুর রহমান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App