×

আন্তর্জাতিক

ইমরান খানের সরকার গঠন ঠেকাতে পারছেনা বিরোধীরা

Icon

কাগজ অনলাইন প্রতিবেদক

প্রকাশ: ০৫ আগস্ট ২০১৮, ০৬:৪২ পিএম

ইমরান খানের সরকার গঠন ঠেকাতে পারছেনা বিরোধীরা
পাকিস্তানে ইমরান খানের সরকার গঠন ও প্রধানমন্ত্রী হওয়া আর ঠেকাতে পারছে না বিরোধীরা। সরকার গঠনের জন্য তাদের যথেষ্ট সমর্থন আছে বলে দাবি করেছে তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) এর মুখপাত্র ফাওয়াদ চৌধুরী। ফলে আগামীকাল সোমবারই (৬ আগস্ট ২০১৮) তাদের দলের পক্ষ থেকে ইমরান খানকে প্রধানমন্ত্রী পদের জন্য আনুষ্ঠানিকভাবে মনোনীত করার ঘোষণা দেওয়া হবে বলেও জানান তিনি। তিনি জানান তাদের দল ইতিমধ্যেই ৯জন স্বতন্ত্র প্রার্থীর সমর্থন অর্জন করতে পেরেছেন। ফলে তাদের দলের আসন সংখ্যা এখন ১২৫টিতে দাঁড়িয়েছে। সরকার গঠনে দরকার ১৩৭ আসন। আর অন্যান্য জোটসঙ্গী ও সংরক্ষিত আসন মিলিয়ে ইতিমধ্যে ১৭৬ এমপির সমর্থন পেয়েছেন করতে সক্ষম হয়েছেন বলে দাবি তার। যদিও তারা এখনো আনুষ্ঠানিকভাবে ইমরানের সঙ্গে সরকার গঠনে ঘোষণা দেয়নি। আর শেষ পর্যন্ত সর্বমোট ১৮০ এমপির সমর্থন পাবেন বলেও মনে করছে দলটি। তবে দেশটির প্রভাবশালী সংবাদমাধ্যম দ্য ডন বলছে, এ পর্যন্ত ১৪৩ জনের সমর্থন পেয়েছে ইমরানের দল। সরকার গড়তে ১৩৭টি আসন আবশ্যক। এদিকে ইমরানের প্রধানমন্ত্রী ঠেকাতে সব চেষ্টা চালাবে বলে জানিয়েছে বিরোধী জোট। এমনকি পার্লামেন্টে নিজেদের প্রধানমন্ত্রী, স্পিকার ও ডেপুটি স্পিকার প্রার্থী দেবে বলে জানিয়েছে জোটের দুই প্রধান দল নওয়াজ শরিফের পিএমএল-এন ও বেনজির ভুট্টোর পিপিপি। এ লক্ষ্যে আলাপ-আলোচনা চলছে বলে জানিয়েছে বিরোধী জোটের নেতারা। পিটিআইয়ের মুখপাত্র ফাওয়াদ চৌধুরী জানান, শুক্রবার পিটিআইকে সমর্থন দিয়েছে অন্যতম বিরোধী দল পাকিস্তান মুসলিম লীগ-কিউ (পিএমএল-কিউ)। নির্বাচনে তিনটি আসন পায় দলটি। ফাওয়াদ দাবি করেন, পিটিআইর নিজের ১১৬ আসনের সঙ্গে যোগ দিয়েছে ৯ স্বতন্ত্র এমপি। আরও ৪টি স্বতন্ত্র প্রার্থীও তাদের ভোট দেবে। এছাড়া ২৭টি নারী আসন (সংরক্ষিত) ও ৫টি সংখ্যালঘু (সংরক্ষিত) আসনও পিটিআই পাবে বলে দাবি করেন তিনি। ফাওয়াদ আরও দাবি করেছেন, মুত্তাহিদা কওমি মুভমেন্টের (এমকিউএম) ৭টি আসনও তারা পাচ্ছেন। আরও পাচ্ছেন বেলুচিস্তান আওয়ামী পার্টির (বিএপি) ৫টি আসন, বেলুচিস্তান ন্যাশনাল পার্টি-মঙ্গলের বিএনপি-এম) ৩টি আসন, গ্রান্ড ডেমোক্রেটিক পার্টির (জিডিএ) ২টি আসন এবং আওয়ামী মুসলিম লীগের (এএমএল) ১টি আসন। পাকিস্তানের ৩৪২ আসনের জাতীয় পরিষদে ২৭২ আসনে নির্বাচন হয়। এর মধ্যে গত ২৫ জুলাই ২৭০টি আসনে নির্বাচন হয়। যার মধ্যে পিটিআই পেয়েছে ১১৫টি আসন। সরকার গঠন করতে দরকার ১৩৭ আসন। ওদিকে, প্রধানমন্ত্রী হিসেবে ইমরান খানের শপথ আটকাতে ঐক্যবদ্ধ হচ্ছে বিরোধীরা। পিটিআইকে সংখ্যালঘু করতে শুক্রবার ছোট ছোট দলগুলো নিয়ে ‘অ্যালায়েন্স ফর ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন’ নামে বিরোধী জোট গঠন করেছে অপর দুই প্রধান বিরোধী দল। বিষয়টি নিয়ে বৃহস্পতিবার দ্বিতীয় দফা আলোচনা করেছে পিএমএল (এন) এবং প্রয়াত বেনজির ভুট্টোর পিপিপি। পাশাপাশি অন্য ছোট দলগুলোর সঙ্গেও আলোচনা করা হবে বলে জানানো হয়েছে। নির্বাচনে পিপিপি ৪৩ আসন এবং পিএমএল (এন) ৬৪ আসন পেয়েছে। তবে পূর্বে জানানো তারিখ অনুযায়ী অনুষ্ঠিত হচ্ছে না প্রধানমন্ত্রী হিসেবে ইমরান খানের শপথ অনুষ্ঠান। তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) আগেই জানিয়েছিল ১১ আগস্ট প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন ইমরান খান। তবে এখন শোনা যাচ্ছে, শপথগ্রহণ অনুষ্ঠান হবে ১৪ কিংবা ১৫ আগস্ট। পাকিস্তানের আইনমন্ত্রী আলি জাফর সংবাদ মাধ্যমে জানিয়েছেন, তিনি ও তত্ত্ববধায়ক সরকার প্রধান নাসির-উল-মুলক চান ইমরান খানের শপথগ্রহণ অনুষ্ঠান হোক দেশের স্বাধীনতার দিন অর্থাৎ ১৪ আগস্ট। কারণ, নির্বাচনের ২১ দিনের মধ্যেই জাতীয় সংসদের অধিবেশন বসবে। সেদিনই নতুন প্রধানমন্ত্রী বেছে নেয়া হবে। এদিকে দেশটিদে জাতীয় সংসদ অধিবেশন কবে বসবে তা এখনও ঠিক হয়নি। যদি ১১ আগস্ট অধিবেশন বসে তাহলে ইমরান ১৪ আগস্ট শপথ নিতে পারেন। আবার ১২ আগস্ট অধিবেশন বসলে শপথগ্রহণ অনুষ্ঠান হতে পারে ১৫ অগাস্ট।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App