×

জাতীয়

আমরা তো এখনো কোনো কর্মসূচি দিইনি: মওদুদ

Icon

কাগজ অনলাইন প্রতিবেদক

প্রকাশ: ০৫ আগস্ট ২০১৮, ০৭:২৯ পিএম

আমরা তো এখনো কোনো কর্মসূচি দিইনি: মওদুদ
তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল ও দলের কারন্তরীণ নেত্রীর মুক্তির দাবিতে আন্দোলনের চেষ্টায় থাকা বিএনপি এখনো কোনো কর্মসূচি দেয়নি বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ। বলেছেন, শিক্ষার্থীদের চলমান আন্দোলনেই সরকার প্যারালাইজড হয়ে গেছে। রবিবার বিকালে জাতীয় প্রেসক্লাবে জিয়া আদর্শ একাডেমি আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। সরকারের উদ্দেশে মওদুদ বলেন, ‘তাদের (শিক্ষার্থী) ঘরে ফিরিয়ে দিতে পারবেন, মামলা করতে পারবেন কিন্তু তাদের মনের পুঞ্জীভূত ক্ষোভ— এটা তো যাবে না। সরকারের উচিত ছিল একটি ইতিবাচক পদক্ষেপ নেওয়া। এরা (আ. লীগ) কখনোই সেটা করে না। মুখে এক কথা বলে, করে আরেক কাজ।’ বর্তমান প্রেক্ষাপটে এই সরকারের অবিলম্বে পদত্যাগ করে অবিলম্বে নির্বাচন দেয়ারও দাবি জানান বিএনপি নেতা। কোটা আন্দোলন, শিক্ষার্থীদের চলমান আন্দোলন হবে কেউ ভাবতে পারেনি উল্লেখ করে মওদুদ বলেন, ‘এই সরকারের ব্যভিচার, কুশাসন, দুঃশাসনের প্রতি সাধারণ মানুষের যে ক্ষোভ আছে, সেটাও একটি সময় আসবে যখন বিস্ফোরিত হবে। আমরা কি কেউ জানতাম যে এ দেশে কোটা আন্দোলন হবে? আমরা কি সপ্তাহখানেক আগেও জানতাম শিক্ষার্থীদের আন্দোলনে সরকার প্যারালাইজড হয়ে যাবে? তারা সরকারকে প্যারালাইজড করে দিয়েছে। সরকারের কাছে এটার কোনও উত্তর নেই, এই কারণে তারা এটাকে দমন করার কৌশল গ্রহণ করছে।’ ‘আমরা তো এখনো কোনো কর্মসূচি দিইনি’ দেশের মানুষের আস্থা এই সরকারের ওপর নেই দাবি করে মওদুদ আহমদ বলেন, ‘এই কোমলমতি শিক্ষার্থীরা সরকারকে অচল করে দিয়েছে। আর আমরা তো এখনও কোনও কর্মসূচি দিইনি। তার আগেই সরাকরের এই অবস্থার সৃষ্টি হয়েছে।’ ‘আমরা এমনভাবে চলছি যে কখনো এর গভীরে যাইনি। কিন্তু এবার এই ঘটনায় দেখা যাচ্ছে, তিনজন মন্ত্রীর গাড়ির চালকের লাইসেন্স নেই। লাইসেন্সের জন্য এমপি পঙ্কজ দেবনাথ দুই ঘণ্টা আটকে ছিলেন। সচিবের গাড়ির চালকের ড্রাইভিং লাইসেন্স নেই। পুলিশের গাড়ির চালকের লাইসেন্স নেই। তারাই আইনরক্ষাকারী, তাদেরই আমাদের রক্ষা করার কথা। আর তাদেরই চালকের লাইসেন্স নেই। এতেই বোঝা যায় দুর্নীতি আর দুঃশাসনে দেশ ভরে গেছে।’ মওদুদ আহমদ বলেন, ‘এটা তো দুর্নীতি, দেশে এক লাখ চালক নাকি লাইসেন্স ছাড়া গাড়ি চালাচ্ছে। আবার ফিটনেসবিহীন গাড়ির সংখ্যা আরও বেশি। এই বাস-ট্রাকগুলোর মালিক কারা? খুঁজে দেখবেন এটা শুধু নৌমন্ত্রী নন, সরকারের অনেক মন্ত্রী-এমপি আছেন এই বাস-ট্রাকের মালিক। এদের প্রত্যেকের নাম ঘোষণা করতে হবে। সরকারকে বলবো, যদি স্বচ্ছতা প্রমাণ করতে চান তাহলে তাদের নাম প্রকাশ করুন। শুধু নৌমন্ত্রী নন, এদের সবাইকে দায়-দায়িত্ব নিতে হবে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App