×

খেলা

সোমবার ভুটান যাচ্ছে মেয়েরা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ আগস্ট ২০১৮, ০২:৫১ পিএম

সোমবার ভুটান যাচ্ছে মেয়েরা
আগামী ৯ থেকে ১৮ আগস্ট ভুটানে অনুষ্ঠিতব্য সাফ অনূর্ধ্ব-১৫ নারী ফুটবলে ছয় দল খেলবে। ভারত, ভুটান এবং শ্রীলঙ্কা গ্রুপ ‘এ’ তে। বাংলাদেশের ‘বি’ গ্রুপে আছে পাকিস্তান এবং নেপাল। দুটি করে দল সেমিফাইনালে উঠবে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের মহিলা উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ বলেছেন, আমরা সোমবার ভুটান যাব। যথারীতি এবারো মেয়েদের স্পন্সর ওয়ালটন গ্রুপ। টুর্নামেন্টের বতর্মান চ্যাম্পিয়ন বাংলাদেশ। আর তাই সবার প্রত্যাশা থাকবে শিরোপা ধরে রাখবে লাল-সবুজের প্রতিনিধিরা। কোচ গোলাম রব্বানী ছোটনও জানালেন, তাদের মূল লক্ষ্য সাফের শিরোপা ধরে রাখা, আমরা গতবারের চ্যাম্পিয়ন। আমাদের লক্ষ্য হলো আমরা চ্যাম্পিয়নশিপ ধরে রাখব। আমরা গত টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হওয়ার পর থেকেই অনুশীলনের মধ্যে আছি। মেয়েরা কঠোর পরিশ্রম করছে। আমরা চ্যাম্পিয়ন হওয়ার জন্যই মাঠে নামব বলছিলেন মেয়েদের ফুটবলের কোচ গোলাম রাব্বানী ছোটন। অনূর্ধ্ব-১৫ ফুটবল চ্যাম্পিয়নশিপে অংশ নিতে বাংলাদেশের দল নিয়ে ভুটানে যাবেন কোচ ছোটন। আগামী ৬ আগস্ট যাওয়ার কথা রয়েছে। কিন্তু এখনো দলটা চূড়ান্ত করেননি কোচ। ছোটন জানালেন, শনিবার ৪ আগস্ট জানিয়ে দেব। দল চূড়ান্ত করাই আছে। ২৫ জন ফুটবলার ক্যাম্পে অনুশীলন করছে, আর যাবে ২৩ জন। বাদ যাবে দুজন। কোন দুজন বাদ যাবে সেটা এখনই প্রকাশ করতে চাইছি না। বুঝেনই তো। ছোট ছোট মেয়েরা পরিশ্রম করছে। বাদ পড়ার কথাটা শুনলে মনটা খারাপ হয়ে যাবে। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিয়ে তিন দিন আগেই ভুটানের উদ্দেশে রওনা করছে মারিয়ারা। তবে সেখানেও কোনো প্রস্তুতি ম্যাচ খেলা হচ্ছে না। সরাসরিই ম্যাচে নেমে পড়তে হচ্ছে। এ প্রসঙ্গে ছোটন বলেছেন, প্রস্তুতি ম্যাচ আমরা আমাদের অনূর্ধ্ব-১৮ এবং অনূর্ধ্ব-১৯ দলের সঙ্গে খেলছি। শিরোপা জয়ের মিশনে সফল হতে হলে বাংলাদেশকে লিগের দুই ম্যাচ জিততে হবে এরপর সেমিফাইনাল এবং ফাইনাল। ৯ আগস্ট পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে সাফ মিশন শুরু হবে মারিয়াদের। টুর্নামেন্টে প্রতিপক্ষদের কতটা শক্তিধর মানছেন? এমন প্রশ্নে কোচ ছোটন জানান, দক্ষিণ এশিয়ায় মহিলা ফুটবল নিয়ে সবাই সচেতন। সবাই উন্নতি করছে। আমাদের মেয়েরাও উন্নতি করছে। টুর্নামেন্টের সবাই ভালো টিম। আমরাও ভালো টিম। এ টিমের বেশির ভাগ খেলোয়াড়েরই আন্তর্জাতিক ফুটবল খেলার অভিজ্ঞতা আছে। শিরোপা ধরে রাখতে মেয়েরা তাদের সর্বোচ্চটা দিয়ে খেলবে। ভালো ফল পেতে চাইলে প্রস্তুতিটা হওয়া চাই যথাযথ। ছোটন চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে সেই চেষ্টায় তিনি কতটুকু সফল হলেন, সেটা যাচাইয়ের সুযোগটা পাচ্ছেন না কোচ। কারণ, মূল মিশনে নামার আগে বিদেশি কোনো দলের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ হচ্ছে না ছোটনের শিষ্যদের। তাই সাবিনা-কৃষ্ণাদের সঙ্গেই প্রস্তুতি ম্যাচ খেলেই নিজেদের ঝালিয়ে নিচ্ছে মারিয়ারা। শিরোপা ধরে রাখার মিশনে শেষ সময়ের প্রস্তুতিতে ব্যস্ত মারিয়া-মাহমুদারা। এবার টুর্নামেন্ট হচ্ছে ভুটানে। চাংলিমিথান স্টেডিয়ামের কথা মাথায় রেখেই নিয়মিত আর্টিফিশিয়াল টার্ফে অনুশীলন করছে লাল-সবুজের প্রতিনিধিরা। তবে শিরোপা জয়ের মিশনে নামার আগে বিদেশি কোনো দলের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে না তারা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App