×

খেলা

ফেলপসের রেকর্ড ভাঙল এক শিশু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ আগস্ট ২০১৮, ০৩:০১ পিএম

ফেলপসের রেকর্ড ভাঙল এক শিশু
সাঁতার বললেই যার নামটি সবার আগে চোখের সামনে ভেসে ওঠে তিনি হচ্ছেন আমেরিকান বিখ্যাত সাঁতারু মাইকেল ফেলপস। দীর্ঘ ক্যারিয়ারে নিজের নামের পাশে তিনি একের পর এক রেকর্ড যোগ করেছেন। সময়ে সময়ে অনেকেই তার রেকর্ড ভেঙে নতুন করে রেকর্ডের সৃষ্টি করেছেন। এবার ২৩ বছর আগে ফেলপসের গড়া ১ মিনিট ১০ দশমিক ৪৮ সেকেন্ডে বাটারফ্লাই ইভেন্টে ১০০ মিটার পাড়ি দেয়ার রেকর্ডটি গতকাল ভেঙেছে ক্লার্ক কেন্ট নামের দশ বছরের এক আমেরিকান শিশু। কেন্ট এ রেকর্ডটি নিজের নামে করে নেয়ার পথে মাত্র ১ মিনিট ৯ দশমিক ৩৮ সেকেন্ড সময় নিয়েছেন। গতকাল আমেরিকা যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ের হনুলুলুতে অনুষ্ঠিত হওয়া ফার ওয়েস্ট ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নশিপে ১০০ মিটার বাটারফ্লাই ইভেন্টে অংশ নেন ক্লার্ক কেন্ট। এ প্রতিযোগিতায় ক্লার্ক অন্যান্য প্রতিযোগীকে পেছনে ফেলে প্রথম স্থান অধিকার করেন। শুধু তাই না, কেন্ট বিখ্যাত সাঁতারু ফেলপসের রেকর্ডও ভেঙেছেন। পাশাপাশি এ আসরে কেন্ট বাকি ৭টি ইভেন্টেও স্বর্ণপদক জিতেছেন। উল্লেখ্য, স্বর্ণপদক জেতা সাতটি ইভেন্টের মধ্য ছয়টিতেই নিজের গড়া আগের রেকর্ড ভেঙে পুনরায় রেকর্ড গড়েছেন তিনি। এর মাধ্যমে খুদে এ সাঁতারুকে চিনল বিশ্ব বাসী। দশ বছর বয়সী এ বিস্ময় বালক আরো কয়েক বছর আগে থেকেই সাঁতারে পারদর্শী ছিলেন। ফলে অনেকেই অনেক সময় তাকে সুপারম্যান নামেও অভিহিত করেছে। তার মধ্যে ছিল অত্যন্ত গতি এবং ক্ষিপ্রতা। যে কারণে অল্প দিনের ব্যবধানে তিনি ব্যাপক সাফল্য পেয়েছেন। অনেকেই তার গতি ও মাহাত্ম্যের কারণে তাকে বিশ্ব সেরা হবে বলেও ভবিষ্যদ্বাণী করেছেন। ইতোমধ্যে ফেলপসের রেকর্ড ভেঙে দিয়ে কেন্ট বিশ^ গণমাধ্যমে নিজের পরিচিতি এবং ফ্যানবেজও তৈরি করে নিয়েছেন। ধারণা করা হচ্ছে তিনিই হবেন আগামীর ফেলপস বা ফেলপসের চেয়েও বেশি কিছু! যে কারণে গণমাধ্যমগুলো তাকে সুপারম্যান নামেও আখ্যা দিচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App