×

জাতীয়

রানীশংকৈলে একই পরিবারে চার জন মানসিক রোগী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ আগস্ট ২০১৮, ০৪:৩৮ পিএম

রানীশংকৈলে একই পরিবারে চার জন মানসিক রোগী
মা-বাবার মৃত্যুর পর ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে একই পরিবারে ৪ জন মানসিক রোগী হওয়ায় বিষয়টি ভাবিয়ে তুলেছে এলাকাবাসীকে। গতকাল বুধবার সরেজমিন জানা যায়, উপজেলার শিয়ালডাঙ্গী গ্রামে মৃত মফিজুল ইসলামের ৫ ছেলে সন্তানের মধ্যে ৪ জন মানসিক (পাগল) রোগী অবস্থায় বাড়িতে রয়েছেন। ছোট সন্তান সফিকুল ইসলাম বলেন, বাবার মৃত্যুর পর মা ছিল তাদের একমাত্র অভিভাবক। সন্তানের দুশ্চিন্তায় ২০১৩ সালে মা মারা যান। ভাইদের মধ্যে ১২ বছর আগে দ্বিতীয়জন কামাল উদ্দীন, এরপর চতুর্থ ভাই হাবিবুর, তৃতীয় ভাই জামাল উদ্দীন ও বড় ভাই বেলাল মানসিক রোগে আক্রান্ত হন। তারা বিভিন্ন সময় বিভিন্ন রকমের প্রলাপ বকছেন। কখনো কখনো তারা বাড়ি ছেড়ে পালিয়ে যাচ্ছেন। খাওয়া-দাওয়ার কোনো ঠিক-ঠিকানা নেই। তবে বেশির ভাগ সময় তারা বারান্দায় দাঁড়িয়ে থাকেন। তিনি বলেন, সংসারে আমি সবার ছোট। মানসিক ভারসাম্যহীন ভাইদের নিয়ে হিমশিম খেতে হচ্ছে আমাকে। তাদের জন্য রান্নাবান্না করা আবার সংসারের আয় রোজগার করা আমার পক্ষে অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। বাড়িতে প্রতিবেশীরা তেমন যাতায়াত করেন না। এ প্রসঙ্গে সমাজসেবা কর্মকতা রফিকুল ইসলাম বলেন, বিষয়টি আমি শুনে ঘটনাস্থলে গিয়েছিলাম। তাদের চিকিৎসার বিষয়ে খোঁজখবর নেয়া হবে। স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রফিকুল ইসলাম বলেন, একই পরিবারে যেহেতু ৪ জন মানসিক রোগী, এটি পারিবারিকভাবে কোনো আঘাতের কারণে হতে পারে। আবার বংশগত কারণেও হতে পারে। এ ব্যাপারে জেলা প্রশাসক আক্তারুজ্জামান বলেন, বিষয়টি সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে সঠিক ঠিকানা নিয়ে তাদের চিকিৎসার ব্যবস্থা নেয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App