×

আন্তর্জাতিক

তুরস্কের দু'জন মন্ত্রীর বিরুদ্ধে নিষেধাজ্ঞার হুমকি যুক্তরাষ্ট্রের

Icon

কাগজ অনলাইন প্রতিবেদক

প্রকাশ: ০২ আগস্ট ২০১৮, ০৭:৩২ পিএম

তুরস্কের দু'জন মন্ত্রীর বিরুদ্ধে নিষেধাজ্ঞার হুমকি যুক্তরাষ্ট্রের
রস্কে সন্ত্রাসী কার্যকলাপের সঙ্গে যুক্তরাষ্ট্রের একজন ধর্মযাজক জড়িত থাকার অভিযোগ করেছে এরদোয়ানের দেশ। এর বিপরীতে তুরস্কের দু'জন মন্ত্রীর বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউসের মুখপাত্র সারাহ হুকাবি জানান, তাদের দেশের ধর্মযাজক অ্যান্ড্রু ক্রেইগ ব্রানসনকে অভিযুক্তের ঘটনায় যুক্তরাষ্ট্রের পক্ষে তুরস্কের আইনমন্ত্রী আব্দুল্লাহ গুল এবং স্বরাষ্ট্রমন্ত্রী সুলেমান সোইলুর বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করা হতে পারে। তিনি আরো বলেন, ওই দুই মন্ত্রীই মার্কিন ধর্মযাজকের আটকের পেছনে দায়ী। এছাড়া পরবর্তী সময়ে তার বিরুদ্ধে মামলার পেছনেও ওই দুই মন্ত্রীর হাত রয়েছে। জানা গেছে, তুরস্কের ইজমির প্রদেশের এইজিয়ান শহরের একটি গির্জায় যাজক হিসেবে দায়িত্ব পালন করছিলেন মার্কিন নাগরিক ক্রেইগ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App