×

শিক্ষা

ছাত্রদের পক্ষে ঢাবি ছাত্রলীগের মৌন মিছিল

Icon

কাগজ অনলাইন প্রতিবেদক

প্রকাশ: ০২ আগস্ট ২০১৮, ০৭:৪২ পিএম

ছাত্রদের পক্ষে ঢাবি ছাত্রলীগের মৌন মিছিল
নিরাপদ সড়ক ও সড়ক দুর্ঘটনায় নিহতের ঘটনায় বিচার দাবিতে ছাত্রদের আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌন মিছিল করেছে ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। বৃহস্পতিবার বিকাল পাঁচটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে থেকে নিরাপদ সড়কের দাবিতে মৌন মিছিল করে সংগঠনটির নেতাকর্মীরা। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নবনির্বাচিত সভাপতি সঞ্জিত চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসাইনের নেতৃত্বে এই মিছিলে প্রায় পাচ শতাধিক নেতাকর্মী অংশ নেয়। মৌন মিছিল পরবর্তী সমাবেশে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসাইন বলেন, ‘নিরাপদ সড়কের দাবিতে সামাজিক সচেতনতার অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ এই কর্মসূচি পালন করেছে।’ ‘আমরা মনে করি, সড়ক দুর্ঘটনা বাংলাদেশের দীর্ঘদিনের একটি সমস্যা, তাই এটার একটি স্থায়ী সমাধান হওয়া প্রয়োজন।’ এই সমস্যা সমাধানের জন্য আমাদের অনেক স্ট্যাকহোল্ডার আছে যেমন, বুদ্ধিজীবী সমাজ, বিশেষজ্ঞ সমাজ ও নাগরিক সমাজ। তাদের পরামর্শ নিয়ে এই সমস্যা সমাধান করতে হবে।’ সাদ্দাম বলেন, ‘শিক্ষার্থীদের আবেগ-অনূভূতি ও আন্দোলনের প্রতি আমাদের সম্মান আছে। কারণ এই আন্দোলন একটি আলোচনার পরিসর তৈরি করে দিয়েছে, তাই যে যার যার মত করে এই বিষয়ে মতামত প্রকাশ করবে ও সরকার তাতে ইতিবাচক সাড়া দেবে। এটাই আশা করি। ’ গত ২৯ জুলাই বিমানবন্দর সড়কে বাস চাপায় রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট সড়কের দুই শিক্ষার্থীর মৃত্যু হয়। আর পরদিন থেকে ছাত্ররা নগরীর বিভিন্ন এলাকায় সড়ক আটকে দিয়ে বিক্ষোভ করছে। সেই সঙ্গে ব্যাপকভাবে লাইসেন্স পরীক্ষা করছে তারা। এর মধ্যে বেশ কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনাও ঘটেছে। রাজধানীর ধানমন্ডি এলাকায় এক পুলিশ সদস্যের মোটর সাইকেলে আগুন দেয়া হয়েছে। আসাদ গেট এলাকায় এক পুলিশ সদস্যকে পেটানো হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App