×

পুরনো খবর

বুড়িগঙ্গায় ঢেউ বাউলের সুরে

Icon

কাগজ অনলাইন ডেস্ক

প্রকাশ: ০১ আগস্ট ২০১৮, ১১:৫৯ এএম

বুড়িগঙ্গায় ঢেউ বাউলের সুরে
৪০০ বছর আগে বুড়িগঙ্গা নদীর তীরে গড়ে উঠেছিল ঢাকা শহর। একসময় বুড়িগঙ্গার অপার সৌন্দর্য মুগ্ধ করেছে সবাইকে। কিন্তু কালক্রমে ঢাকা বিস্তৃত হলেও ক্ষয় হয়েছে বুড়িগঙ্গার। নাব্য হারিয়ে কমে গেছে পানিপ্রবাহ। এখন বুড়িগঙ্গা পরিণত হয়েছে দূষণের নদীতে। ভরা শ্রাবণেও বুড়িগঙ্গা স্রোতস্বিনী নয়, যেন মরা নদী। তবে মঙ্গলবার বিকেলে বুড়িগঙ্গা প্রাণ পেল অন্যভাবে। নদীতে ভাসমান নৌকা ও লঞ্চে একশত বাউল তাদের মাটির সুর আর গানে জোয়ার তোলেন। লঞ্চ টার্মিনালেও বাউলরা তাদের গানে গানে মাতিয়ে রাখেন বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত। শিল্পকলা একাডেমির ‘শিল্পের শহর ঢাকা’ কার্যক্রমের অংশ বুড়িগঙ্গা নদীতে নৌকায়, যাত্রীবাহী লঞ্চে ও টার্মিনালে অনুষ্ঠিত হয় এই বাউল সংগীতানুষ্ঠান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App