×

জাতীয়

বাউফলে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০১ আগস্ট ২০১৮, ০৪:৩৩ পিএম

বাউফলে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা
“মায়ের দুধ পান-সুস্থ জীবনের বুনিয়াদ” শীর্ষক প্রতিপাদ্য বিষয়কে কেন্দ্র করে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান ও জাতীয় পুষ্টি সেবা, মহাখালী, ঢাকার সহযোগিতায় এবং বাউফল উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে বাউফলে শুরু হয়েছে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ। এ উপলক্ষে বুধবার বেলা ১০ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্ত¡র থেকে বর্নাঢ্য এক র‌্যালি বের করা হয়। র‌্যালিটি বাউফলের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্ত¡রে গিয়ে শেষ হয়। পরে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে উপজলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ পি.কে সাহার সভাপত্বিতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনায় সভায় মাতৃদুগ্ধের গুরুত্ব নিয়ে আলোচনা করেন, ডাঃ এস.এম. সায়েম, ডাঃ আক্তারুজ্জামান, ডাঃ আমিনুল ইসলাম প্রমূখ। অলোচনা সভার সভাপতি ডা: পি.কে. সাহা জানান, বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে সপ্তাহব্যাপি বিশ^ মাতৃদুগ্ধ সপ্তাহ পালন করা হবে। আলোচনা সভায় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App