×

আন্তর্জাতিক

ইমরান খানকে অভিনন্দন জানিয়েছেন নরেন্দ্র মোদি

Icon

কাগজ অনলাইন প্রতিবেদক

প্রকাশ: ৩১ জুলাই ২০১৮, ০৬:৩৬ পিএম

পাকিস্তানের সাধারণ নির্বাচনের পর প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার আগেই ইমরান খানকে টেলিফোনে আলাপকালে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দেশটির সাধারণ নির্বাচনে বেশি আসন পেয়ে প্রধানমন্ত্রী হতে যাওয়ায় পিটিআই প্রধান ইমরানকে স্বাগত জানান তিনি। নরেন্দ্র মোদি এক বিবৃতিতে জানান, পাকিস্তান আরো সমৃদ্ধ হয়ে উঠুক এবং উন্নতির পথে এগিয়ে যাক, সেটাই কামনা ভারতের। এছাড়া প্রতিবেশি রাষ্ট্রগুলোর সঙ্গে পাকিস্তান শান্তিপূর্ণ সম্পর্ক বজায় রাখবে এবং দক্ষিণ এশিয়ার দেশগুলোতে সন্ত্রাসবাদ ও হিংসামুক্ত পরিবেশ গড়ে তুলতে সহায়তা করবে সেই প্রত্যাশাও করেন তিনি। পাকিস্তানের সংবাদমাধ্যম ডনের এক প্রতিবেদনে জানানো হয়েছে, নবনির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে ইমরান খান ১১ আগস্ট শপথ গ্রহণ করবেন। ইতোমধ্যে গত বৃহস্পতিবার এক ভাষণে ইমরান খান জানান, ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপণের চেষ্টা করবেন। কাশ্মির এবং বেলুচিস্তান নিয়ে পরস্পরকে দোষারোপ না করে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করারও প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App