×

বিনোদন

ব্র্যাক ক্যাম্পাসে বুয়েটের নাট্যশিল্পীরা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ জুলাই ২০১৮, ০৫:১১ পিএম

ব্র্যাক ক্যাম্পাসে বুয়েটের নাট্যশিল্পীরা
দিনভর থেমে থেমে বৃষ্টি। এর মধ্যেই বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ড্রামা সোসাইটির নাট্যশিল্পীরা রাজধানীর যানজট পেরিয়ে গত ২৬ জুলাই বিকেলে হাজির হলো সাভারে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে। এদিন সন্ধ্যায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে বুয়েট ড্রামা সোসাইটি মঞ্চস্থ করে নাটক ‘লেটার টু এ চাইল্ড নেভার বর্ন’। ওরিয়ানা ফাল্লাচির উপন্যাস থেকে নাট্যরূপ দিয়েছেন শাহেদ ইকবাল, নির্দেশনা দিয়েছেন বাকার বকুল। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের আবাসিক ক্যাম্পাসে গত বৃহস্পতিবার সন্ধ্যায় হাজারো দর্শকের সামনে মঞ্চস্থ হয় নাটকটি। নাটকের প্রদর্শনী সন্ধ্যা সাড়ে ৭টায় হলেও উন্মুক্ত মঞ্চে বিকেল থেকে দর্শক সমাগম বাড়তে থাকে। নাটক যখন শুরু হয়, তখন পুরো দর্শক সারি পূর্ণ। এক ঘণ্টা দশ মিনিট সময় ব্যাপ্তির নাটক ‘লেটার টু এ চাইল্ড নেভার বর্ন’ মুগ্ধ করে দর্শকদের। নাটকের প্রদর্শনীর পর ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যৌথ মনীষা বলেন, ‘ভীষণ ভালো লেগেছে নাটকটি। মঞ্চ নাটক দেখার অভিজ্ঞতা আমাদের বিশ্ববিদ্যালয়ের বেশিরভাগ শিক্ষার্থীদের খুবই কম। কেউ কেউ এবারই প্রথম কোনো মঞ্চ নাটক দেখলো। আমার বন্ধুদের প্রায় সবাই নাটকটি দেখে মুগ্ধ হয়েছেন। মঞ্চনাটক যে এত মুগ্ধ করতে পারে, সেটা আমাদের জানা ছিল না। এখন থেকে নিয়মিত মঞ্চনাটক দেখার আগ্রহটা বেড়ে গেল।’ এদিকে ব্র্যাক বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের নিয়মিত পাঠের অংশ হিসেবেই প্রতিটি ব্যাচের শিক্ষার্থীদের একটি সেমিস্টার সম্পন্ন করতে হয় সাভারের এই আবাসিক ক্যাম্পাসে। সেখানে পড়ালেখার পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। এরই অংশ হিসেবে এবার বুয়েট ড্রামা সোসাইটিকে আমন্ত্রণ জানানো হয়েছিল। বুয়েটের নাটক ‘লেটার টু এ চাইল্ড নেভার বর্ন’ প্রথমবার ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে মঞ্চস্থ হয়েছে। ‘লেটার টু এ চাইল্ড নেভার বর্ন’ নাটকের নির্দেশক বাকার বকুল বলেন, ‘এরই মধ্যে বাংলাদেশের বিভিন্ন মঞ্চে এই নাটকের প্রদর্শনী হয়েছে। ২০১৬ সালের অক্টোবরে ভারতের হরিয়ানার ওপি জিন্দাল গেøাবাল ইউনিভার্সিটির বার্ষিক সাংস্কৃতিক উৎসবে রানারআপ হওয়ার গৌরব অর্জন করে এই নাটকটি। উৎসবে ৭২টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে বিভিন্ন সাংস্কৃতিক ইভেন্টে অংশ নিয়ে চ্যাম্পিয়ন হয় বুয়েট সাংস্কৃতিক দল। পরবর্তী সময়ে ঢাকায় নাটকটির নিয়মিত প্রদর্শনী প্রশংসিত হয়। নাটকটির কোরিওগ্রাফি করেছেন স্নাতা শাহরিন। সেট, পোশাক ও প্রপস পরিকল্পনা করেছেন রুনা কাঞ্চন। আলোক পরিকল্পনায় রয়েছেন আসলাম অরণ্য, সঙ্গীত পরিকল্পনায় রবিউল ইসলাম শশী। এই নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জিমি, ফয়সাল, নিশাত, আনিকা, সোমা, মৌ, প্রেম, পার্থ, অভিষেক, তুরাগ, তানজিম প্রমুখ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App