×

পুরনো খবর

আ.লীগে আসতে পারে নতুন মুখ কেন্দ্রের দিকে তাকিয়ে বিএনপি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ জুলাই ২০১৮, ০৩:১০ পিএম

আ.লীগে আসতে পারে নতুন মুখ কেন্দ্রের দিকে তাকিয়ে বিএনপি
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের হাওয়া বইতে শুরু করেছে নড়াইল-১ আসনেও। আওয়ামী লীগ ও বিএনপির পাশাপাশি জাতীয় পার্টি ও ইসলামী দলগুলোর নেতারাও চষে বেড়াচ্ছেন মাঠে-ময়দানে। এরই মধ্যে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে পোস্টার, ব্যানারসহ নানাভাবে প্রচারে নেমে পড়েছেন সম্ভাব্য প্রার্থীরা। কেউ কেউ ঢাকায় কেন্দ্রীয় প্রভাবশালী নেতাদের কাছে দৌড়ঝাঁপ শুরু করেছেন। উদ্দেশ্য দলীয় টিকেট পাওয়া। এদিকে ভোটাররা চান সৎ ও ত্যাগী নেতা। এখন পর্যন্ত ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী একাধিক নেতা এলাকায় ব্যাপক তৎপরতা চালাচ্ছেন। অপরদিকে বিএনপির ৩ জন, জাতীয় পার্টির ১ জন এবং ইসলামী আন্দোলনের ১ জন সম্ভাব্য প্রার্থী নির্বাচনী মাঠে তৎপর রয়েছেন। মনোনয়ন প্রত্যাশীদের ছবিসংবলিত লিফলেট, ব্যানার জেলা-উপজেলা ও ইউনিয়নের প্রধান প্রধান সড়কের মোড়ে শোভা পাচ্ছে। নড়াইল সদর উপজেলার ৫টি ইউনিয়ন এবং কালিয়া উপজেলার ১৪টি ইউনিয়ন ও কালিয়া পৌরসভা নিয়ে নড়াইল-১ আসন গঠিত। এ আসনে মোট ভোটার ২ লাখ ৪০ হাজার ১৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ১৮ হাজার ৬৮৯ এবং মহিলা ভোটার ১ লাখ ২১ হাজার ৩২৫ জন। গত দশম জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল সদরের আংশিক ও কালিয়া উপজেলা নিয়ে গঠিত এ আসনে আওয়ামী লীগদলীয় প্রার্থী কবিরুল হক মুক্তি বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য নির্বাচিত হন। আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এখানে নতুন মুখ চাইছেন আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীরা। তৃণমূলের নেতাকর্মী ও সাধারণ ভোটারদের অভিযোগ, বিগত দিনে যারা এমপি নির্বাচিত হয়েছেন তারা এলাকার উন্নয়নে তেমন ভ‚মিকা রাখতে পারেননি। গত দশম জাতীয় সংসদ নির্বাচনের পর দলের অভ্যন্তরীণ কোন্দলের কারণে সংসদ সদস্য কবিরুল হক মুক্তির জনপ্রিয়তায় ভাটা পড়েছে বলে দাবি করা হলেও মুক্তি অনুসারীরা মনে করেন নড়াইল-১ আসনে কবিরুল হক মুক্তির বিকল্প নেই। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের সাধারণ নেতাকর্মীদের চাওয়া-পাওয়া হচ্ছে দুর্দিনে তাদের পাশে যে নেতা থাকবেন তেমন কাউকে মনোনয়ন দেয়া। এ আসনে দলের মনোনয়ন প্রত্যাশীরা হলেন- সংসদ সদস্য কবিরুল হক মুক্তি, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান নিলু, আওয়ামী লীগ নেতা লে. কমান্ডার (অব.) বি এন ওমর আলী ও যুবলীগের কেন্দ্রীয় সহসম্পাদক কাজী সারোয়ার হোসেন। অপরদিকে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশীরা হলেন- জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম, জিয়াউর রহমান ফাউন্ডেশনের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. শফিকুল হায়দার পারভেজ ও জেলা বিএনপির নেতা সাহারুজ্জামান মর্তুজা। বিএনপির মনোনয়ন প্রত্যাশীরা দলীয় টিকেট পেতে হাইকমান্ডের দিকে তাকিয়ে আছেন। জাতীয় পার্টির সম্ভাব্য প্রার্থী হলেন জাপার কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, জেলা কমিটির সদস্য সচিব ও নড়াইল-১ আসনে দলীয় সমন্বয়কারী মিল্টন মোল্যা এবং ইসলামী আন্দোলনের ঘোষিত প্রার্থী হলেন হাফেজ মোহাম্মদ খবীর উদ্দিন।  

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App