×

আন্তর্জাতিক

সরকার গঠনের জন্য কোন দলকে বেছে নেবেন ইমরান?

Icon

কাগজ অনলাইন প্রতিবেদক

প্রকাশ: ২৭ জুলাই ২০১৮, ০৬:১৭ পিএম

সরকার গঠনের জন্য কোন দলকে বেছে নেবেন ইমরান?
পাকিস্তানে ১১ তম সাধারণ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেলেও এককভাবে সরকার গঠন করতে পারবে না ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। এখন পর্যন্ত অন্তত ৯৫ শতাংশ নির্বাচনী কেন্দ্রের ফলাফল প্রকাশ করা হয়েছে। তবে দেশটির সংবিধান অনুসারে এককভাবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় যে একশ ৩৭টি আসনের দরকার, সেটা পায়নি। পিটিআই এখন পর্যন্ত পেয়েছে একশ নয়টি আসন। ফলে সরকার গঠন করতে হলে এখন অন্য দলের সঙ্গে জোট গঠন করতে হবে। এদিকে ইমরানের দল কাদের নিয়ে সরকার গঠন করবে তা নিয়ে আলোচনা শুরু হয়েছে বলে জানা গেছে। যদিও দলগত আদর্শের দিক থেকে পিপিপি বা পিএমএল-এন; দু'টোর সাথেই বৈরি সম্পর্ক ইমরানের দলের। এবারের নির্বাচনে দুইশ ৭২টি আসনে গত বুধবার ভোট অনুষ্ঠিত হয়। শুক্রবার সকাল পর্যন্ত দুইশ ৫১টি আসনে ফলাফল প্রকাশ করে পাকিস্তানের নির্বাচন কমিশন। তাতে পিটিআই একশ নয়টি আসন পেয়ে সরকার গঠনের অপেক্ষায় রয়েছে। ৫৭টি আসন পেয়ে দ্বিতীয় অবস্থানে আছে নওয়াজ শরীফের দল। পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) ৩৯টি আসন নিয়ে তৃতীয় স্থানে রয়েছে। পাকিস্তানের সংবিধান অনুযায়ী, এককভাবে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন করতে কোনো দলের প্রয়োজন হবে অন্তত একশ ৩৭টি আসন। ২১টি আসনের ফল এখনো অজানা। সেসব আসন পিটিআই পেলেও এককভাবে তারা সরকার গঠন করতে পারবে না। অন্যদিকে পিছিয়ে থাকা নওয়াজের দলও জোট গঠন করে সরকার গঠন করতে পারবে না। এখন দেখার বিষয় ইমরান খানের দল কাদের সঙ্গে জোট গঠন করে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App