×

খেলা

দেশের দ্রুততম মানব হাসান, মানবী শিরিন

Icon

কাগজ অনলাইন প্রতিবেদক

প্রকাশ: ২৭ জুলাই ২০১৮, ০৯:২৮ পিএম

দেশের দ্রুততম মানব হাসান, মানবী শিরিন
তবারের দ্রুততম মানব মেজবাহ আহমেদকে হারিয়ে স্বর্ণ জিতেছেন নবম শ্রেনীর ছাত্র হাসান মিয়া।শুক্রবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ১৪তম সামার অ্যাথলেটিকসের ১০০ মিটার স্প্রিন্টে বিকেএসপির হাসান সময় নিয়েছেন ১০.৮ মিনিট। অন্যদিকে দ্রুততম মানবীর মুকুট ধরে রেখেছেন শিরিন আক্তার। ১০০ মিটার সম্পন্ন করেছেন তিনি ১২.২০ মিনিটে। এই নিয়ে সাতবার দেশের দ্রুত মানবী হলেন শিরিন। শিরিন স্পর্শ করলেন লাভলী সুলতানার সাতবারের দ্রুততম মানবীর রেকর্ড। এদিন ১০.৯০ সেকেন্ডে ট্র্যাক সম্পন্ন করে রৌপ্য জিতেছেন নৌবাহিনীর মেজবাহ। এছাড়া ১০০ মিটার স্প্রিন্টে ১১.০০ সেকেন্ড সময় নিয়ে ব্রোঞ্জ জিতেছেন নৌবাহিনীর অ্যাথলেট মোহাম্মদ আবদুর রউফ। মেয়েদের ১০০ মিটারে রৌপ্য জিতেছেন সোহাগী আক্তার। আর ব্রোঞ্জ জিতেছেন বাংলাদেশ সেনাবাহিনীর শরীফা খাতুন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App