×

জাতীয়

গৃহবধূ হত্যার অভিযোগ, স্বামী-শাশুড়ি আটক

Icon

কাগজ অনলাইন প্রতিবেদক

প্রকাশ: ২৭ জুলাই ২০১৮, ১০:৩৯ পিএম

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় যৌতুকের জন্য গৃহবধূ আয়েশা (২১) কে স্বামীর পরিবারের লোকজন পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। শুক্রবার সন্ধ্যায় ৫ জনের বিরুদ্ধে হত্যার অভিযোগ এনে আয়েশার বাবা আব্দুল হাই হরিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পরে থানা পুলিশ উপজেলার ভেটনা গ্রামে অভিযান চালিয়ে আয়েশার স্বামী আমিরুল ইসলাম (৩০) ও শাশুড়ি শেফালী বেগম (৫০) কে আটক করেছে। আমিরুল ইসলাম উপজেলার আমগাও ইউনিয়নের ভেটনা গ্রামের মোজাম্মেল হকের ছেলে ও শেফালী মোজাম্মেল হকের স্ত্রী। নিহত আয়েশা একই উপজেলার হরিপুর সদর ইউনিয়নের খোলড়া গ্রামের আব্দুল হাই-এর মেয়ে। আয়েশার বাবা আব্দুল হাই বলেন, তিন বছর আগে ভেটনা গ্রামের মোজাম্মেল হকের ছেলে আমিরুল ইসলামের সঙ্গে তার মেয়ে আয়েশার বিয়ে হয়। বিয়ের সময় জামাতাকে ১ লাখ ১০ হাজার টাকা যৌতুক হিসেবে দেন। বিয়ের কিছু দিন যেতে না যেতেই আরো যৌতুকের জন্য মেয়েকে চাপ দিলে মেয়ের সুখের কথা চিন্তা করে আরো ১ লাখ জামাতাকে দেন। কিছু দিন যাওয়ার পর আমিরুল আরো যৌতুক নিয়ে আসতে চাপ দেয় তার স্ত্রীকে। এতে আয়েশা অপরাগতা প্রকাশ করে। এরপর থেকে আয়েশার উপর তার স্বামীসহ পরিবারের লোকজন নির্যাতন শুরু করে। তিনি বলেন, গত বৃহস্পতিবার সকালে যৌতুকের জন্য আয়েশাকে তার স্বামীসহ পরিবারের লোকজন বেদম মারপিট করে। এতে আয়েশা জ্ঞান হারিয়ে ফেলে। বিষয়টি তিনি জানতে পেরে দুপুরে ভেটনা গ্রামে যান। মেয়ের অবস্থা আশঙ্কাজনক দেখে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য প্রথমে রানীশংকৈল হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত ডাক্তার আয়েশাকে চিকিৎসা দিতে অপরাগতা প্রকাশ করলে তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে পৌঁছার পর রাত ১১টায় আয়েশা মারা যায়। হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল কুদ্দুছ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আব্দুল হাই তার মেয়েকে হত্যার অভিযোগ দিয়েছেন। এরই প্রেক্ষিতে আমিরুল ইসলাম (৩০) ও শেফালী বেগমকে (৫০) আটক করা হয়েছে। গৃহবধূর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও পাঠানো হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App