×

আন্তর্জাতিক

ইদলিব দখলে শিগগির অভিযান: আসাদ

Icon

কাগজ অনলাইন প্রতিবেদক

প্রকাশ: ২৭ জুলাই ২০১৮, ০৬:৩২ পিএম

ইদলিব দখলে শিগগির অভিযান: আসাদ
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ বলেছেন, তার সরকার এবার দেশের উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশ পুনরুদ্ধারে মনোনিবেশ করবে। সেনাবাহিনী অগ্রাধিকারের ভিত্তিতে এ কাজ করবে বলে শুক্রবার রুশ গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে জানান প্রেসিডেন্ট আসাদ। সিরিয়ার বিভিন্ন অঞ্চল থেকে সেনাবাহিনীর পক্ষ থেকে বিতাড়িত সন্ত্রাসীরা ইদলিব প্রদেশে জড়ো হয়েছে। প্রেসিডেন্ট আসাদ বলেন, ‘এখন আমাদের লক্ষ্য ইদলিব।’ একই সঙ্গে তিনি এ কথাও ঘোষণা করেন, ইদলিব পুনরুদ্ধারই আমাদের একমাত্র লক্ষ্য নয়। সেনাবাহিনী অনেকগুলো টার্গেট নিয়ে সামনে এগিয়ে যাবে যাদের একটি হচ্ছে ইদলিব। সিরিয়ার প্রেসিডেন্ট বলেন, দেশের পূর্বাঞ্চলে বিভিন্ন জঙ্গি গোষ্ঠীর উপস্থিতি রয়েছে। কাজেই আমরা প্রত্যেকটি অঞ্চলে আঘাত হানব। আমরা যখন ঘৌতা পুনরুদ্ধার করে ফেলেছি তখন দেশের বাকি অঞ্চলগুলি পুনরুদ্ধার করা কঠিন কোনো কাজ হবে না। সিরিয়ার রাজধানী দামেস্কের উপকণ্ঠে অবস্থিত গৌতা এলাকায় কয়েক মাসের অভিযান শেষে গত মার্চ মাসে এলাকাটি পুনরুদ্ধার করে দেশটির সেনাবাহিনী। এরপর ওই বাহিনী গত মাস থেকে দেশের দক্ষিণাঞ্চলে মনোনিবেশ করেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App