×

আন্তর্জাতিক

আমি কিমকে ধন্যবাদ দিতে চাই : ট্রাম্প

Icon

কাগজ অনলাইন প্রতিবেদক

প্রকাশ: ২৭ জুলাই ২০১৮, ১০:৩৫ পিএম

আমি কিমকে ধন্যবাদ দিতে চাই : ট্রাম্প
মার্কিন সেনাদের দেহাবশেষ ফেরত পাঠানোর ঘটনায় উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনকে ধন্যবাদ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প বলেন, আমি কিমকে ধন্যবাদ দিতে চাই। ১৯৫০ থেকে ১৯৫৩ সাল পর্যন্ত চলা কোরীয় যুদ্ধে নিহত অন্তত ৫৫ জন মার্কিন সেনার দেহাবশেষ সেখানে রয়েছে বলে ধারণা করা হচ্ছে। দীর্ঘ সময় পর সেনাদের দেহাবশেষ ফেরত পাঠানোতে নিহত ওই সেনাদের পরিবারের লোকজনও সন্তুষ্ট। অনেক জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে চলতি বছরের জুনে সিঙ্গাপুরে ঐতিহাসিক বৈঠক করে ট্রাম্প এবং কিম জং উন। সেই সময় তারা যে বিষয়গুলো নিয়ে সমঝোতা করেছিলেন, মার্কিন সেনাদের দেহাবশেষ ফেরত পাঠানো ছিল সেগুলোর অন্যতম। দেশে ফেরার পর সেনাদের পরিচয় নিশ্চিত করার জন্য ফরেনসিক পরীক্ষা করা হবে। এজন্য আরো একবছর সময় লাগতে পারে। ফলে আরো একবছর অপেক্ষা করতে হচ্ছে তাদের পরিবারকে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App