×

বিনোদন

ডিসি হিলে সাংস্কৃতিক কর্মকাণ্ড বন্ধে স্বয়ং সংস্কৃতিমন্ত্রীর ক্ষোভ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ জুলাই ২০১৮, ০২:৪১ পিএম

ডিসি হিলে সাংস্কৃতিক কর্মকাণ্ড বন্ধে স্বয়ং সংস্কৃতিমন্ত্রীর ক্ষোভ
চট্টগ্রামে সংস্কৃতি চর্চার অন্যতম প্রাণকেন্দ্রে অবস্থিত ডিসি হিলে সব ধরনের সাংস্কৃতিক কর্মকাণ্ড বন্ধ থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন স্বয়ং সংস্কৃতিমন্ত্রী প্রখ্যাত অভিনেতা আসাদুজ্জামান নূর। তিনি এই সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়ে বলেন, চট্টগ্রামের ডিসি হিলে দীর্ঘদিন ধরে বাঙালি ঐতিহ্য ও লোকজ সংস্কৃতির চর্চা হয়ে আসছে। হঠাৎ করে কোনো এক ডিসির (জেলা প্রশাসক) খারাপ লাগার কারণে ডিসি হিলে অনুষ্ঠান বন্ধ করে দেয়ার বিষয়টি শুনে আমার নিজেরও মধ্যে অস্বস্তিবোধ হচ্ছে। ডিসি হিল সংস্কৃতি চর্চার জন্য উন্মুক্ত করে দেয়া হোক। তবে অনুষ্ঠানের নামে অপসংস্কৃতি চর্চা, চাঁদাবাজি, নাম সর্বস্ব সংগঠনের নিম্নমানের অনুষ্ঠান যাতে না হয়, সে ব্যাপারে সচেষ্ট থাকতে হবে। এজন্য চট্টগ্রামের সংস্কৃতি কর্মীদের সঙ্গে নিয়ে সকলের মতামতের ভিত্তিতে একটি নিয়মের মধ্যে আনতে হবে। গতকাল বুধবার বিকেলে চট্টগ্রাম সার্কিট হাউজে আয়োজিত এক মতবিনিময় সভায় সংস্কৃতিমন্ত্রী এসব কথা বলেন। এসময় তিনি আরো বলেন, নিরাপত্তা ও পরিষ্কার পরিচ্ছন্নতা অজুহাত দেখিয়ে অনুষ্ঠান বন্ধ করে দেয়া মেনে নেয়া যায় না। আমাদের প্রশাসন বাংলাদেশের প্রশাসন। বিদেশি কোনো প্রশাসন নয়, পাকিস্তানি বা ব্রিটিশ প্রশাসন নয়। বাংলাদেশের প্রশাসন বাংলাদেশের মানুষের স্বার্থেই কাজ করবে। দেশের মানুষের স্বার্থে যদি প্রশাসন কাজ না করে তাহলে কার স্বার্থে কাজ করবে। তিনি প্রশাসনের উদ্দেশ্যে বলেন, চট্টগ্রামের সংস্কৃতি কর্মীদের সঙ্গে বসে আলাপ-আলোচনার মাধ্যমে এটির সমাধান করুন। ‘চট্টগ্রাম মুসলিম ইনস্টিটিউট সাংস্কৃতিক কমপ্লেক্স’ শীর্ষক প্রকল্পের কার্যক্রম সুষ্ঠুভাবে সমন্বয়ের লক্ষ্যে এই সভার আয়োজন করা হয়। সংস্কৃতিক মন্ত্রণালয়ের সচিব নাসির উদ্দিনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন, অতিরিক্ত বিভাগীয় কমিশনার নুরুল আজম নিজামী, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) আমিরুল কায়সার, নগর পুলিশের অতিরিক্ত কমিশনার মাসুদ উল হাসান, নাট্যকার আহমেদ ইকবাল হায়দার, আবৃত্তিকার রাশেদ হাসান প্রমুখ। সভায় সংস্কৃতিমন্ত্রী চট্টগ্রাম শিল্পকলা একাডেমি আধুনিকায়ন করে সেখানেও বহুতল ভবন নির্মাণ করা হবে বলে জানান। প্রায় ২৩৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে ‘চট্টগ্রাম মুসলিম ইনস্টিটিউট সাংস্কৃতিক কমপ্লেক্স’ নামে বৃহৎ পরিসরে মাল্টিপারপাস কালচারাল হবে। ৪৪ হাজার ৪৩২ বর্গমিটারের আয়তনজুড়ে ১৫ তলা বিশিষ্ট এই কমপ্লেক্সে থাকবে ছোট-বড় মিলিয়ে দুটি অডিটোরিয়াম। যেখানে একসঙ্গে ১১শ দর্শক বসার সুযোগ পাবেন। এ ছাড়া কমপ্লেক্সে থাকবে কেন্দ্রীয় লাইব্রেরি। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে গণগ্রন্থগার এবং গণপূর্ত অধিদপ্তর এ কমপ্লেক্স নির্মাণের দায়িত্ব পালন করবে। ইতোমধ্যে এ প্রকল্প নির্মাণের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। এর আগে গতকাল সকালে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর চট্টগ্রামের বাকলিয়ায় সৎসঙ্গ বিহারের ৭ বছরপুর্তি ও শ্রীশ্রী বড়মার ১২৫তম আবির্ভাব উৎসব উপলক্ষে সপ্তাহব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এরআগে সংস্কৃতিমন্ত্রী ও অতিথিরা সৎসঙ্গ বিহার চট্টগ্রামের বিনামূল্যে চিকিৎসাসেবা কার্যক্রম, আইসিটি বিভাগ, সঙ্গীত প্রশিক্ষণ কেন্দ্র, গ্রন্থাগার এবং হস্ত ও কুঠিরশিল্প প্রকল্প ঘুরে দেখেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App