×

জাতীয়

রানীনগরে হতদরিদ্রদের জন্য গৃহনির্মাণ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ জুলাই ২০১৮, ০৩:৪৭ পিএম

রানীনগরে হতদরিদ্রদের জন্য গৃহনির্মাণ
প্রধানমন্ত্রীর কার্যালয়ের অর্থায়নে নওগাঁর রানীনগর উপজেলায় তৃণমূল স্তরের অসহায় অতিদরিদ্র পরিবারের জন্য গৃহনির্মাণ প্রকল্পের কাজ শুরু হয়েছে। দ্রুত এগিয়ে চলেছে এ নির্মাণকাজ। জানা যায়, ২০১৭-১৮ অর্থবছরে আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় যেসব পরিবারের বসতবাড়ি করার মতো জমি আছে কিন্তু বসতঘর তৈরি করার মতো আর্থিক অবস্থা নেই কিংবা যেসব পরিবার অন্যের বাড়িতে রাত কাটান এমন ৩৮৫টি পরিবারকে ঘর নির্মাণ করে দেয়া হচ্ছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা এ গৃহনির্মাণ কাজগুলোর তত্ত্বাবধান করছেন। তবে গত জুন মাসের মধ্যে কাজ শেষ হওয়ার কথা থাকলেও তা এখনো চলমান রয়েছে। খোঁজ নিয়ে জানা যায়, উপজেলার ৮টি ইউনিয়নের মধ্যে ৫টি ইউনিয়ন অসহায় অতিদরিদ্র পরিবারের জন্য বরাদ্দ পেয়েছে। ইউনিয়নগুলো হলো সদর ইউনিয়ন ৬৫টি, কাশিমপুর ইউনিয়ন ৭৯টি, কালীগ্রাম ইউনিয়ন ৯৬টি, একডালা ইউনিয়ন ৫৯টি ও বড়গাছা ইউনিয়ন ৮৬টি ঘর বরাদ্দ পেয়েছে। ৩ কোটি ৮৫ লাখ টাকা দিয়ে এই ৩৮৫টি ঘর নির্মাণের কাজ করা হচ্ছে। একটি পরিবারকে একটি করে ঘর নির্মাণ করে দেয়া হবে। প্রতিটি ঘর নির্মাণে ১ লাখ টাকা বরাদ্দ দেয়া হচ্ছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার তত্ত্বাবধানে ঘর নির্মাণের নির্দেশনা দেয়া হয়েছে। এ কাজের ক্ষেত্রে মধ্যস্বত্বভোগী ঠিকাদার রাখা হয়নি। কাজ করছেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা। সরকারি খরচে নিজের ঘরে থাকার স্বপ্ন কখনো দেখেননি বলে অভিমত প্রকাশ করেন অনেক হতদরিদ্র। নির্মিত প্রতিটি ঘরের দৈর্ঘ্য ২৪ ফুট, প্রস্থ ১২ ফুট এবং উচ্চতা ৮ ফুট। টিনশেডের মেঝে পাকা ঘর নির্মাণ করা হচ্ছে। প্রতিটি ঘরের সঙ্গে আধা পাকা ল্যাট্রিন ও একটি করে নলকূপ বসানো হবে। খট্টেশ্বর গ্রামের সুবিধাভোগী দিনমজুর মো. ছলিম উদ্দিন বলেন, বসতঘর ভেঙে যাওয়ার পর অর্থের অভাবে ঘর নির্মাণ করতে না পেরে ছেলেমেয়ে নিয়ে প্রতিবেশী পরিবারের বারান্দায় রাত কাটাতাম। এখন সরকারের করে দেয়া নতুন ঘরে ওঠার স্বপ্ন দেখছি। রানীনগর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মেহেদী হাসান বলেন, বিভিন্ন জটিলতার কারণে প্রকল্পটি জুন মাসের মধ্যে শেষ করা সম্ভব হয়নি। তবে আগামী মাসের মধ্যে প্রকল্পের কাজ শেষ করব বলে আশা করছি। রানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সোনিয়া বিনতে তাবিব জানান, প্রধানমন্ত্রীর তহবিল থেকে দেশব্যাপী যাচাই-বাছাইয়ের মাধ্যমে এই প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। মূলত, যাদের জায়গা আছে, কিন্তু বাড়ি নির্মাণ করার মতো সামর্থ্য নেই সেসব দরিদ্র পরিবারকে এই প্রকল্পের আওতায় এনে বসবাস করার মতো বাড়ি নির্মাণ করে দেয়া হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App