×

জাতীয়

‘ভালসার্টান’ প্রত্যাহারে সময় বেঁধে দিয়েছে সরকার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ জুলাই ২০১৮, ১২:৩৬ পিএম

‘ভালসার্টান’ প্রত্যাহারে সময় বেঁধে দিয়েছে সরকার
চীন থেকে আমদানি করা কাঁচামাল দিয়ে প্রস্তুতকৃত ওষুধ ‘ভালসার্টান’ সেবনে ক্যান্সারের ঝুঁকি থাকায় তা প্রত্যাহারে পাঁচ দিনের সময় বেঁধে দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। ২২ জুলাই স্বাস্থ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক জরুরি বৈঠকে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এই ওষুধ বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ দেন। পাশাপাশি এ ওষুধ ক্রয় করা থেকে জনসাধারণকে বিরত থাকার পরামর্শও দেয়া হয়েছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা ফুড এন্ড ড্রাগস অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ) রিপোর্টে প্রমাণিত হয়েছে যে, ‘ভালসার্টান’ ওষুধ সেবনে ক্যান্সারের ঝুঁঁকি রয়েছে। বিশেষ করে লিভার, ফুসফুস ও স্তন ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেশি। এ পরিপ্রেক্ষিতে ইউরোপ-আমেরিকায় ওষুধটি প্রত্যাহার করা হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক ওষুধ প্রশাসন অধিদপ্তরের এক ঊর্ধ্বতন কর্মকর্তা ভোরের কাগজকে বলেন, যেসব প্রতিষ্ঠান চীন থেকে আমদানিকৃত কাঁচামাল দিয়ে এই ওষুধটি প্রস্তুত করছে, তাদের বাজার থেকে ওষুধ প্রত্যাহারের নির্দেশ দেয়া হয়েছে। ইতোমধ্যে সারা দেশে এ সংক্রান্ত একটি নোটিসও পাঠানো হয়েছে। যেসব প্রতিষ্ঠান এই ওষুধ প্রস্তুত করছে তাদের ওপর আমাদের কঠোর নজরদারি রয়েছে। প্রয়োজনে অভিযানও চালানো হবে। জানা গেছে, উচ্চ রক্তচাপ ও হৃদরোগের চিকিৎসায় ব্যবহৃত হয় ডায়োভান। সুইজারল্যান্ডের ওষুধ কোম্পানি নোভারটিস উদ্ভাবিত ডায়োভানের জেনেরিক নাম ‘ভালসার্টান’। ২০১৪ সালের জুনে এফডিএ ওষুধটি উৎপাদন ও বাজারজাত করার অনুমতি দেয়। নোভারটিস কোম্পানি কারো কাছে এই ওষুধের কাঁচামাল বিক্রি করে না। বাংলাদেশসহ বিভিন্ন দেশের অধিকাংশ নামিদামি কোম্পানি চীন থেকে কেনা কাঁচামাল দিয়ে ভালসার্টান ওষুধটি তৈরি করে। যাতে ক্যান্সার তৈরির ‘এনডিএমএ’ পাওয়া গেছে। সম্প্রতি চীনের ওই কোম্পানির কাঁচামালের তৈরি কালাজ্বরের ওষুধ ব্যবহার করে অনেক রোগীর মৃত্যু ঘটেছে বলেও অভিযোগ রয়েছে। ভালসার্টান ওষুধটি বাংলাদেশের বিভিন্ন ওষুধ কোম্পানি বিভিন্ন নামে বাজারজাত করে থাকে। নোভারটিসের এ ওষুধের নাম ডায়োভান, কো-ডায়োভান, এক্সফোর্জ ও এনট্রেসটো। এর বাইরে ইনসেপ্টা ভালসারটিল, ভালসারটিল প্লাস, অ্যামলোসারটান; হেলথ কেয়ার ডায়োসিস, কো-ডায়োসিস, ডায়োসিস প্লাস; এরিস্টোফার্মা অ্যারোভান; ড্রাগ ইন্টারন্যাশনাল কার্ডিভাল-এভি; পপুলার অ্যামলোভান-ভিএস; স্কয়ার ক্যামোভাল; রেনেটা ভালজাইড; ওরিয়ন ভালসেট এবং জেনারেল ফার্মার আরনিজেন নামে এই ওষুধটি বাজারজাত করে। গতকাল গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে নোভারটিস কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের ডিওভান, কো-ডিওভান, এক্সফোর্জ এবং এন্ট্রেসটো এই ভালসার্টান ব্র্যান্ডগুলো সম্প্রতি প্রত্যাহারকৃত ভালসার্টানের অন্তর্ভুক্ত নয়। বিজ্ঞপ্তিতে নোভারটিস কর্তৃপক্ষ আশ্বস্ত করছে যে, উল্লিখিত ওষুধ নোভারটিসের নিজস্ব গবেষণালব্ধ ভালসার্টান কাঁচামাল দিয়ে তৈরি করা হয়, যা প্রত্যাহারকৃত ভালসার্টানের অন্তর্ভুক্ত নয়। নোভারটিসের এই গবেষণালব্ধ ভালসার্টান কাঁচামাল কেবলমাত্র সুইজারল্যান্ড এবং ইংল্যান্ডে অবস্থিত নোভারটিসের নিজ প্ল্যান্টে উৎপাদিত এবং সর্বোচ্চ গুণগত মানসম্পন্ন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App