×

আন্তর্জাতিক

লাউসে আকস্মিক বন্যায় বহু হতাহতের শঙ্কা, নিখোঁজ কয়েকশ

Icon

কাগজ অনলাইন প্রতিবেদক

প্রকাশ: ২৪ জুলাই ২০১৮, ০৬:৩৪ পিএম

লাউসে আকস্মিক বন্যায় বহু হতাহতের শঙ্কা, নিখোঁজ কয়েকশ
এশিয়ার দেশ লাউসের দক্ষিণ-পূর্বাঞ্চলের নির্মাণাধীন একটি বাঁধ ধসে সৃষ্ট বন্যায় বহু মানুষ নিহত হয়েছেন। তবে নিহতের সংখ্যা নির্দিষ্টভাবে এখনো জানা যায়নি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, এখন পর্যন্ত কয়েকশ মানুষ নিখোঁজ রয়েছেন। সোমবার রাতে আতাপেউ প্রদেশের নির্মাণাধীন হাইড্রোইলেকট্রিক বাঁধ ধসে বন্যার সৃষ্টি হয়। এতে অন্তত ছয়টি গ্রামে জলাবদ্ধতার সৃষ্টি হয়। এ ঘটনায় অন্তত ছয় ছাজার ছয়শ মানুষ গৃহহীন হয়ে পড়েছেন। লাউসের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যাচ্ছে, বন্যার পানিতে বাড়ির ছাদের নিচ পর্যন্ত ডুবে গেছে। মানুষজনকে নৌকায় করে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। দক্ষিণ কোরিয়ার একটি কম্পানি ওই বাঁধ নির্মাণের দায়িত্বে ছিল। বার্তা সংস্থা রয়টার্সকে ওই প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়েছে, মানুষজনকে সরিয়ে নিয়ে যাওয়াসহ নিখোঁজদের উদ্ধারে সহায়তা করা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App