×

জাতীয়

রেললাইনে ফোনালাপে প্রাণ গেল যুবকের

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ জুলাই ২০১৮, ০৫:৩২ পিএম

রেললাইনে ফোনালাপে প্রাণ গেল যুবকের
রাজধানীর খিলক্ষেতে রেললাইনে দাঁড়িয়ে ফোনালাপ করতে গিয়ে ট্রেনে কাটা পড়ে জুয়েল আখন (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (২৩ জুলাই) সকাল ৯টার দিকে লা মেরিডিয়ান হোটেলের সামনে এ ঘটনা ঘটে। জুয়েলের বাড়ি ঝালকাঠির রাজাপুর উপজেলায়। দুইদিন হলো তিনি ঢাকায় এসেছিলেন কাজের জন্য। তবে কোথায় থাকতেন সেটা নিশ্চিত করতে পারেনি পুলিশ। বিকাল ৪টার দিকে জুয়েলের মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়। ঢাকা রেলওয়ে থানা (কমলাপুর) বিবানবন্দর পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম বলেন, রেল লাইনে দাঁড়িয়ে জুয়েল মোবাইলে কথা বলছিলেন। এ সময় ট্রেন আসছে দেখে এক পথচারী তাকে ডাক দিয়ে বললে তিনি দ্রুত ওই লাইন থেকে আরেক লাইনে সরে যান। আর ওইখানে যাওয়ার পরপরই তাকে আরেকটি ট্রেন এসে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App