×

জাতীয়

বেশি দামেই ক্যান্সার চিকিৎসা মেশিন কিনতে আগ্রহী বিএসএমএমইউ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ জুলাই ২০১৮, ০২:৪৩ পিএম

বেশি দামেই ক্যান্সার চিকিৎসা মেশিন কিনতে আগ্রহী বিএসএমএমইউ
একই মেশিন কম দামে পেলেও তা বেশি দামে কিনতে আগ্রহ প্রকাশ করেছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) কর্তৃপক্ষ। ক্যান্সার চিকিৎসার জন্য একটি লিনিয়ার এক্সিলারেটর মেশিন কিনবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ জন্য গত বছরের ডিসেম্বর মাসে টেন্ডার আহবান করা হয়। শর্ত পূরণ করে দুটি প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সমমানের মেশিন প্রায় ৪ কোটি ৯ লাখ ১৫ হাজার টাকা বেশি দিয়ে কিনতে আগ্রহ প্রকাশ করেছে। জানা গেছে, একটি অসাধু চক্র ইলেক্ট্রা এবি সুইডেন নামের একটি প্রতিষ্ঠানের সঙ্গে যোগসাজশ করে বড় অঙ্কের টাকা হাতিয়ে নিতে এই পাঁয়তারা করছেন। আর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমেই মেশিন ক্রয় করা হবে। রোগীদের চিকিৎসায় সব সুবিধা নিশ্চিত হয় এমন মেশিন আগে যাচাই করা হবে, তারপর দামের বিষয়ে ভাবা যাবে। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ২০১৬ সালের সেপ্টেম্বর মাসে একটি লিনিয়ার এক্সিলারেটর মেশিন কিনতে টেন্ডার আহবান করে বিএসএমএমইউ। টেন্ডার মূল্যায়নে অনিয়মের অভিযোগ উঠলে বিশ্ববিদ্যালয় প্রশাসনে অসন্তোষ ও জটিলতার সৃষ্টি হয়। ক্রয়সংক্রান্ত স্বচ্ছতা নিশ্চিত এবং জটিলতা নিরসনে তৎকালীন ভিসি অধ্যাপক ডা. কামরুল হাসান খান ২০১৭ সালের জুলাই মাসে একটি তদন্ত কমিটি গঠন করেন। তদন্ত কমিটি আগের টেন্ডার প্রক্রিয়া বাতিল করে নতুন করে টেন্ডার আহবানের সুপারিশ করে। সুপারিশ অনুযায়ী গত বছরের ২০ ডিসেম্বর পুনরায় টেন্ডার আহবান করা হয়। এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের ক্রয় কমিটির প্রধান উপউপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. সাহান আখতার রহমান জানান, বিষয়টি এখনো প্রক্রিয়াধীন। স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমেই লিনিয়ার এক্সিলারেটর মেশিন ক্রয় করা হবে। মেশিন ক্রয়ের ক্ষেত্রে এমন অনেক বিষয় আছে, যেগুলো দামের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এ প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়–য়া জানান, এ বিষয়ে এখনো ক্রয় কমিটি তাকে কিছু জানায়নি। সব কাজ সম্পন্ন করে তার কাছে এ সংক্রান্ত প্রতিবেদন দেয়ার কথা। প্রতিবেদন না পাওয়া পর্যন্ত লিনিয়ার এক্সিলারেটর মেশিন ক্রয়ের বিষয়ে তিনি কিছু বলতে পারবেন না।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App