×

তথ্যপ্রযুক্তি

সেকেন্ড হ্যান্ড গাড়ি বিক্রি করবে অডি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ জুলাই ২০১৮, ০৪:১৯ পিএম

সেকেন্ড হ্যান্ড গাড়ি বিক্রি করবে অডি
ভারতের বাজারে ক্রমশ বাড়ছে দামি গাড়ির চাহিদা। সেই বাজারে দখলদারি আরো বাড়াতে সেকেন্ড হ্যান্ড গাড়ি ব্যবসার ওপর আরো জোর দিচ্ছে জার্মান বহুজাতিক গাড়ি সংস্থা অডি। গত বছরের চেয়ে চলতি বছরে এ ধরনের গাড়ির বিক্রি দ্বিগুণ করার লক্ষ্যমাত্রা নিয়েছে তারা। সেই উদ্দেশ্যে দেশের বিভিন্ন প্রান্তে সেকেন্ড হ্যান্ড গাড়ির আলাদা শোরুম খুলছে সংস্থা। মোহন মোটরসের সঙ্গে গাঁটছড়া বেঁধে কলকাতায় নিউ আলিপুর এলাকায় এ রকম একটি শোরুম স¤প্রতি চালু করল সংস্থা। এ রাজ্যে এটিই প্রথম। সেই উপলক্ষে কলকাতায় এসে অডি ইন্ডিয়ার শীর্ষ কর্তা জো কিং জানিয়েছেন, ২০১৪-এ তারা ভারতে ৫০০টি সেকেন্ড হ্যান্ড গাড়ি বিক্রি করেছিলেন। এবার তাদের লক্ষ্য এমন ১ হাজার গাড়ি বিক্রি। কয়েক বছরে পুরনো গাড়ির ভালো দাম পেলে সেটি বেচে নতুন গাড়ির দিকে ঝোঁকার প্রবণতা ক্রেতাদের মধ্যে থাকে। সে ক্ষেত্রে পুরনো গাড়ির খরচও অনেকটা পুষিয়ে যায়। তাই ক্রেতাদের সেই আগ্রহটা বাড়িয়ে তুলতে পারলে নতুন গাড়ির বিক্রিও বাড়ে। আবার অনেকেই কম দামে পুরনো গাড়ি কিনে শখ মেটানোর পথে হাঁটেন। এই দুইয়ের মধ্যে সামঞ্জস্য রেখে ব্যবসার বৃত্তটা বাড়াতে পুরনো গাড়ি বিপণনের শৃঙ্খল গড়ে তোলে সংস্থাগুলো। অডিও সেই পথেই হাঁটতে চাইছে। তবে ওই শোরুমে অডি ছাড়াও অন্য দামি গাড়ি বিক্রিরও সুযোগ মিলবে। সব মিলিয়ে দেশে এখন সংস্থার সেকেন্ড হ্যান্ড গাড়ি বিক্রির জন্য বিশেষ এই শোরুমের সংখ্যা সাতটি। পাশাপাশি নয়া গাড়ির বিক্রি বাড়াতে এ বছর নতুন করে আরো ১০টি গাড়ি বাজারে আনবে সংস্থা। তবে এর মধ্যে আনকোরার সঙ্গে কিছু চালু গাড়ির নতুন সংস্করণও থাকবে বলে জানিয়েছেন সংস্থার কর্তারা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App