×

আন্তর্জাতিক

কাবুল বিমানবন্দরে আত্মঘাতী হামলায় নিহত ১১

Icon

কাগজ অনলাইন প্রতিবেদক

প্রকাশ: ২২ জুলাই ২০১৮, ০৯:৩৬ পিএম

কাবুল বিমানবন্দরে আত্মঘাতী হামলায় নিহত ১১
আফগানিস্তানের রাজধানী কাবুলে আন্তর্জাতিক বিমানবন্দরের প্রবেশ মুখে আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ১১ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ১৪ জন। আফগান সংবাদমাধ্যম তলো নিউজ এ তথ্য জানিয়েছে। স্থানীয় সময় রোববার বিকেল ৫টার দিকে আফগান ভাইস প্রেসিডেন্ট আব্দুল রশিদ দোস্তামের গাড়ি বহর বিমানবন্দর থেকে বের হওয়ার পরপর এ হামলা চালানো হয়। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, রশিদ দোস্তামকে স্বাগত জানানোর জন্য বিমানবন্দরে অপেক্ষমান ছিলেন রাজনৈতিক নেতা, সরকারি কর্মকর্তা ও সমর্থকরা। প্রভাবশালী ও যুদ্ধবাজ এই নেতার গাড়ি বহর বিমানবন্দর ছেড়ে যাওয়ার পর তাকে অভ্যর্থনাকারীরাও সেখান থেকে ফিরতে শুরু করেছিল। ঠিক এ সময় হামলা চালানো হয়। আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয় হতাহতের সংখ্যা নিশ্চিত করেছে। হতাহতদের অধিকাংশই পুলিশ সদস্য। এর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাজিব দানেশ বলেছিলেন, ‘পায়ে হেঁটে এসে এক আত্মঘাতী হামলাকারী বোমার বিস্ফোরণ ঘটিয়েছে। আমরা ১০ জন নিহত অথবা আহতের খবর নিশ্চিত হতে পেরেছি।’ তলো নিউজের এক সাংবাদিক জানিয়েছেন, ঘটনাস্থলে কমপক্ষে ১০টি অ্যাম্বুলেন্স এসেছে এবং হতাহতদের হাসপাতালে নিয়ে গেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App