×

খেলা

৩৬৫ রানের লিড নিয়েছে শ্রীলঙ্কা

Icon

কাগজ অনলাইন প্রতিবেদক

প্রকাশ: ২১ জুলাই ২০১৮, ০৮:১৪ পিএম

৩৬৫ রানের লিড নিয়েছে শ্রীলঙ্কা
দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে সুবিধা করতে পারেনি সফরকারী দক্ষিণ আফ্রিকা। শ্রীলঙ্কার করা ৩৩৮ রানের জবাবে প্রোটিয়ারা তাদের প্রথম ইনিংসে সংগ্রহ করে মাত্র ১২৪ রান। তাতে ২১৪ রানের লিড পায় স্বাগতিকরা। সেই লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৩ উইকেট হারিয়ে ১৫১ রান তুলে দ্বিতীয় দিন শেষ করেছে লঙ্কানরা। তাতে দিনশেষে শ্রীলঙ্কার লিড দাঁড়িয়েছে ৩৬৫ রানে। ক্রিজে আছেন দিমুথ করুণারতেœ (৫৯) ও অ্যাঞ্জেলো ম্যাথুস (১২)। তারা দুজন তৃতীয় দিনে ব্যাট করতে নামবেন। ৯ উইকেট হারিয়ে ২৭৭ রান তুলে প্রথম দিন শেষ করা শ্রীলঙ্কা আজ শনিবার দ্বিতীয় দিনে ব্যাট করতে নামে। ধনঞ্জয়া ও রঙ্গনা হেরাথ দলীয় সংগ্রহে আজ ৬১ রান যোগ করেন। দলীয় ৩৩৮ রানের মাথায় হেরাথ ৬৮ বল খেলে ৪ চারে ৩৫ রান করে আউট হন। আর ধনঞ্জয়া অপরাজিত থাকেন ৪৩ রানে। তাতে ৩৩৮ রানে থামে শ্রীলঙ্কার প্রথম ইনিংস। জবাবে দক্ষিণ আফ্রিকা তাদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৮৫ রানেই ৫ উইকেট হারিয়ে বসে। বাকি ৫টি উইকেট হারিয়ে দলীয় সংগ্রহে আর ৩৯ রান যোগ করতে পারে। তাতে ৩৪.৫ ওভারে মাত্র ১২৪ রানে গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকার ইনিংস। ফাপ ডু প্লেসিস ৪৮, কুইন্টন ডি কক ৩২ ও হাশিম আমলা করেন ১৯ রান। বল হাতে শ্রীলঙ্কার আকিলা ধনঞ্জয়া ১৩ ওভারে ২ মেডেনসগ ৫২ রান দিয়ে ৫টি উইকেট নেন। দিলরুয়ান পেরেরা ১২.৫ ওভার বল করে ১ মেডেনসহ ৪০ রান দিয়ে নেন ৪টি উইকেট। অপর উইকেটটি নেন হেরাথ। ২১৪ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে শ্রীলঙ্কা। উদ্বোধনী জুটিতে গুনাথিলাকা ও করুণারতেœ ৯১ রানের জুটি গড়েন। এই জুটি ভাঙেন কেশব মহারাজ। ৬ চার ও ২ ছক্কায় ৬১ রান করে আউট হন গুনাথিলাকা। ১০২ রানের মাথায় আগের ইনিংসে ৯ উইকেট পাওয়া কেশব তার দ্বিতীয় শিকারে পরিণত করেন ধনঞ্জয়া ডি সিলভাকে। তিনি রানের খাতা খোলার আগেই আউট হন। ১৩৬ রানের মাথায় এইডেন মার্করাম ও ডি কক মিলে কুশাল মেন্ডিসকে রান আউট করেন। মেন্ডিস ১৮ রান করে যান। এরপর করুণারতেœ ও ম্যাথুস মিলে দিনের বাকি সময়টুকু পার করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App